বন্যাকবলিত এলাকা পরিদর্শনের দিনলিপি

বন্যাকবলিত এলাকা পরিদর্শনের দিনলিপি লেখ।

২৮ জুন, ২০১৮

আজ আমরা সিলেটের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলাম। আকস্মিক বর্ষণে এখানে বন্যা সৃষ্টি হয়েছে। সিলেট সীমান্তের ওপারে ভারতীয় পাহাড়ি এলাকা অবস্থিত। সেখানে বর্ষণের ফলে ঢলের আকারে পানি প্রবাহিত হয় নিচের দিকে। ফলে সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যা দেখা যায়। এ অঞ্চলে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উঠতি ফসলের। বিস্তীর্ণ এলাকার ফসল ডুবে গেছে, কোথাও স্রোতের টানে পাকা ফসল ভেসে গেছে। বন্যার ফলে বহু লোক গৃহহীন হয়েছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই না পেয়ে অনেকেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। সরকার পানিবন্দি মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে। অনেক জায়গায় রক্ষাবাঁধ ভেঙে যাওয়ায় সমগ্র এলাকা পানিতে তলিয়ে গেছে। অবস্থা দেখে মনে হলো- বন্যার পরিণতি হিসেবে দুর্ভিক্ষ আর মহামারী সৃষ্টি হয়ে জনজীবনকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। আমরা যে ত্রাণসামগ্রী নিয়েছিলাম তা বিতরণ করলাম। প্রয়োজনের তুলনায় তা ছিল অতি সামান্য। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’- এ বাণী সামনে রেখে দেশের স্বচ্ছল ও হৃদয়বান মানুষরা এগিয়ে এলে এ ধরনের সমস্যা সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। আমরা সেখান থেকে ঢাকায় ফিরলাম রাত ১২টায়।

হাসান মাহমুদ
এসো মানুষের জন্য কাজ করি
সাভার, ঢাকা।
Post a Comment (0)
Previous Post Next Post