মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : তালিম হোসেন

তালিম হোসেন

তালিম হোসেন কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৯১৮ সালের নওগাঁ জেলার বদলগাছি থানায়। 

তিনি কোন পত্রিকার সম্পাদক ছিলেন? — মাসিক 'মোহাম্মদী' পত্রিকার।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম লিখ। — দিশারী (১৯৫৬), শাহীন (১৯৬২), ইসলামী কবিতা (১৯৮১), নূহের জাহাজ (১৯৮৩)। 

তাঁর অনুবাদকৃত গ্রন্থগুলোর নাম কী? — স্বর্গচারণ (উপন্যাস ১৯৫৯), দানবীর এন্ড্রুর কানের্গী (১৯৬২)।

তিনি কোন ধরনের সাহিত্যিক হিসেবে পরিচিত? — ইসলামী স্বাতন্ত্র্যবাদী সাহিত্যিকিক হিসাবে। 

তিনি কী কী পুরস্কার ও খেতাব লাভ করেন? — বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৫), সিতারা-ই-ইমতিয়াজ (১৯৭০), একুশে পদক (১৯৮২), বাংলা সাহিত্য পুরস্কার (১৯৮২), নজরুল একাডেমি পুরস্কার, চুরুলিয়া, পশ্চিমবঙ্গ (১৯৯৩)।
Post a Comment (0)
Previous Post Next Post