খুদে গল্প : সফল মানুষ

'সফল মানুষ' শিরোনামে একটি খুদে গল্প লেখ।

সফল মানুষ

সারাদিন একবেলা খাবার জোটানোই কঠিন ছিল তোরাবের। বর্গাচাষ করে দুই বিঘে জমি। তাতে স্ত্রী, দুই সন্তান আর মাকে নিয়ে পাঁচ মাসের খরচও চলে না। অন্যের জমিতে কামলা দিয়ে আর কত দিন পারা যায়! কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজও জানা নেই যে করবে। আবার যেকোনো কাজ করতে টাকা পয়সা তো দরকার। সেটা পাবে কোথায়? চিন্তা করে খুঁজে পায় না কীভাবে সংসার চালাবে। এর মধ্যে আবার সব জিনিসের দাম বাড়েই, কমে না। হটাৎ মনে পড়ল আক্কাসের কথা। সে তো বড় রোডের কাছে গাছপালা নিয়ে কি যেন করে। একবার খোঁজখবর নিলে হয়তো কোনো উপায় হতো। কী মনে করে আর যাওয়া হলো না। তাহেরের সাথে কৃষি অফিসে গিয়ে বিনামূল্যে লালশাক এবং পালংশাকের বীজ নিয়ে এলো। দুবিঘা জমিতে শাকের আবাদ করল। বেশ ভালো উৎপাদন হয়েছে। খরচ বাদ দিয়ে হাজার দশেক টাকা পেল মৌসুমের আগেই। আবার আবাদ করল একই জমিতে। প্রায় আগের মতোই আয় হলো। কৃষি কর্মকর্তা গ্রামে এলেন, খেত দেখলেন। বললেন, বাধাঁকপি, ফুলকপি আবাদ করতে। নিয়মকানুন বুঝিয়ে দিলেন। সে অনুযায়ী অর্ধেক জমিতে বাঁধাকপি আর বাকিটাতে ফুলকপি আবাদ করল। যত্ন নিলো ঠিকমতো। জমিতে থাকতেই বিক্রি করে দিল ৪০ হাজার টাকা। এভাবে ক্রমশ তোরাবের অবস্থার পরিবর্তন হতে থাকল। বাড়িঘরের পরিবর্তন করল। ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করল। ৩/৪ বিঘে জমি কিনল নিজের নামে। এখন সে নিজের জমিতে শাকসবজি উৎপাদন করে। তোরাব এখন গ্রামের একজন প্রশংসিত মানুষ এবং সফল মানুষ।
Post a Comment (0)
Previous Post Next Post