খুদে গল্প : প্রত্যাশা পূরণ

History 📡 Page Views
Published
19-Sep-2021 | 11:08 AM
Total View
2.2K
Last Updated
25-Mar-2023 | 01:45 PM
Today View
0
‘প্রত্যাশা পূরণ' বিষয়ে খুদে গল্প রচনা করো:

প্রত্যাশা পূরণ

রাজু স্কুলে পড়ে। তার বাড়ির পাশে একটা বিশাল মাঠ রয়েছে। সেখানে সবসময় ক্রিকেট খেলা হয়। ক্রিকেট খেলা রাজু খুব পছন্দ করে। সে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলা দেখে। বাংলাদেশ দলের সাকিব আল হাসান তার খুব প্রিয় খেলোয়াড়। বড় হয়ে সে-ও সাকিবের মতো ক্রিকেটার হতে চায়। সকালে রাজুর স্কুল থাকে। স্কুল থেকে ফিরে সে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাড়ির পাশের মাঠে খেলা দেখতে যায়। বড়রা সেখানে ক্রিকেট খেলে। রাজু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন তাদের খেলা দেখে। সে তাদের খেলা দেখে আর ভাবে সে-ও যদি ওদের সাথে খেলতে পারত। কিন্তু ওদের সে এটা বলতে পারে না। তবুও ভাবে হয়ত একদিন ওদের সাথে খেলার সুযোগ মিলবে। তাই প্রতিদিন বিকেল হলেই সে মাঠে এসে দাঁড়িয়ে থাকে। অনেক দিন হয়ে যায় তবুও তার খেলার কোনো সম্ভাবনা তৈরি হয় না। কিন্তু রাজু হাল ছাড়ে না। সে প্রতিদিন বড়দের খেলা দেখতে মাঠে আসে।

প্রতিদিনের মতো একদিন রাজু মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল। হঠাৎ একটা বল ওভার বাউন্ডারি হয়ে মাঠের বাইরে আসছিল। ঠিক তখনই রাজু লাফিয়ে উড়ন্ত অবস্থায় বলটিকে তালুবন্দি করে। খেলার মাঠের সবাই মুগ্ধ হয়ে যায় রাজুর ক্যাচ ধরা দেখে। তারা অবাক চোখে তাকিয়ে থাকে রাজুর দিকে। রাজুর সাথে পরিচিত হয়ে বড়রা তাকে খেলায় নেয়। তারপর থেকে প্রতিদিন বড়দের সাথে ক্রিকেট খেলে রাজু। বারবার অবাক করা খেলা দেখিয়ে বড়দের মুগ্ধ করে দেয় সে।
- ১০৬ -
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)