সাধারণ জ্ঞান : প্রেমেন্দ্র মিত্র

প্রেমেন্দ্র মিত্র

প্রেমেন্দ্র মিত্র কবে জন্মগ্রহণ করেন? — ১৯০৪ সালে। 

প্রেমেন্দ্র মিত্র কোথায় জন্মগ্রহণ করেন? — ভারতের কাশীতে। 

তিনি মূলত কী ছিলেন? — সাহিত্যিক ও সাংবাদিক। 

তিনি প্রথম কোন পত্রিকায় কাজ করেন? — 'কল্লোল' পত্রিকায়।

তিনি কোন কোন পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করেন? — 'বাংলার কথা', 'বঙ্গবাণী', 'সংবাদ' ইত্যাদি উল্লেখযোগ্য পত্রিকায়। 

তিনি কোন গোষ্ঠীর লেখক ছিলেন? — কল্লোল গোষ্ঠীর। 

তাঁর রচিত সাহিত্যকর্মের মূল বিষয়বস্তু বা প্রতিপাদ্য কী ছিল? — সাধারণ মানুষদের প্রতি অনুরাগ।

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলোর নাম কী? — 'প্রথমা' (১৯৩২), 'সম্রাট' (১৯৪০), 'ফেরারী ফৌজ' (১৯৪৮), 'সাগর থেকে ফেরা' (১৯৫৬), 'হরিণ চিতা চিল' (১৯৫৯), 'কখনো মেঘ' ইত্যাদি বিখ্যাত। 

তাঁর রচিত উপন্যাসগুলোর নাম লেখ। — 'পাঁক' (১৯২৬), 'মিছিল' (১৯৩৩), 'উপনয়ন' (১৯৩৪), 'আগামীকাল' (১৯৩৪), 'প্রতিশোধ' (১৯৪১), 'কুয়াশা', প্রতিধ্বনি ফেরে', 'মনুদ্বাদশ' ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। 

তাঁর রচিত গল্পগুলোর নাম কী? — 'পঞ্চশর' (১৯২৯), 'বেনামী বন্দর' (১৯৩০), 'পুতুল ও প্রতিমা' (১৯৩২), 'মৃত্তিকা' (১৯৩২), 'অফুরন্ত' (১৯৩৫), 'ধূলিধূসর' (১৯৪৩), 'মহানগর' (১৯৪৩), 'জলপায়রা' (১৯৫৭) ইত্যাদি বিশেষ। 

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ৩রা মে, ১৯৮৮ সালে কলকাতায়।
Post a Comment (0)
Previous Post Next Post