পরীক্ষার পূর্ব রাত্রির অভিজ্ঞতা

পরীক্ষার পূর্ব রাত্রির অভিজ্ঞতা বর্ণনা করো।



অভিজ্ঞতা শব্দটির সঙ্গে সবাই কমবেশি পরিচিত। সবাই জীবনে কোনো না কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়। আর পরীক্ষার পূর্ব রাত্রির অভিজ্ঞতার সঙ্গে সবাই পরিচিত। সেটাই এখানে বর্ণনা করব। এসএসসি পরীক্ষা ছিল আমাদের সময়ের প্রথম পাবলিক পরীক্ষা। উপজেলা সদরে আমাদের পরীক্ষা কেন্দ্র ছিল। সেখানে বাসা ভাড়া করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। খুব ভালো ছাত্র ছিলাম না তবুও প্রস্তুতি মোটামুটি ভালই ছিল। মায়ের তত্ত্বাবধানে তখনও পড়াশোনা করি। তার কাছে জবাবদিহি করি। তো পরীক্ষার আগের দিন রিভিশন শেষ করে আবার শুরু করেছি। মনে অজানা ভয়, কমন পড়বে তো? লিখতে পারবো তো? এসব চিন্তায় সারা মন প্রাণ আচ্ছন্ন। হঠাৎ একটি বিষয় খেয়াল করলাম, আমার কিছুই মনে নেই। অনেক চেষ্টা করেও কিছু মনে করতে পারছিনা। পড়তে বসলেই কষ্টে কান্না পাচ্ছে। একসময় মা বিষয়টি উপলব্ধি করে আমাকে বললেন, এরকম হয় কাল সব ঠিক হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা! কান্না আর ভয়ের কারণে পড়তেই পারছিলাম না। ওদিকে ঘুমও আসেনা। কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়েছিল। তখন স্বপ্ন দেখলাম পরীক্ষার হলে আমার কোন প্রশ্ন কমন পড়েনি। কিছুই লিখতে পারছি না। ঘুম ভেঙে আমার মন খারাপ। এ অবস্থায় পরীক্ষার হলে গিয়ে দেখলাম মায়ের কথাই ঠিক। সবকিছু মনে পড়েছে এবং পরীক্ষাও ভালো হয়েছে।
إرسال تعليق (0)
أحدث أقدم