সাইকেল ভ্রমনের অভিজ্ঞতা

History 📡 Page Views
Published
09-Sep-2021 | 02:12:00 PM
Total View
551
Last Updated
12-Sep-2021 | 07:36:20 AM
Today View
0
সাইকেল ভ্রমনের অভিজ্ঞতা বর্ণনা করো।


সাইকেলে তিস্তা ভ্রমণ। গত ১ ফেব্রুয়ারি সকাল আটটায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় সাইকেল ভ্রমণ। গন্তব্য তিস্তা ব্রিজ। যাওয়া-আসা মিলিয়ে ৪৬ কিলোমিটার। দু'ঘন্টা ১৫ মিনিট বিরতি দিয়ে সাইকেল চালিয়ে আমরা ঠিক ১০টা ১৫মিনিটে তিস্তাপারের পৌঁছে যায়। পথে লাভ করে বিচিত্র সব অভিজ্ঞতা। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকেই আমাদের উৎসাহ যুগিয়েছে। আবার কেউ জানিয়েছে অভ্যর্থনা। আমরা ১২ বন্ধু যখন সেখানে পৌঁছি, তখন সবার চোখে-মুখে সে দেখিয়ে আনন্দ তা বলে বোঝানো যাবে না। সেখানে পৌঁছে আমরা সবাই যার যার প্রিয় ব্যক্তিকে ফোন করে নিজেদের অনুভূতি জানাই। আনুষ্ঠানিকভাবে আমাদের এই অনুভূতি জানানোর সময় ছিল সর্বোচ্চ পাঁচ মিনিট। 

অনুভূতি জানানো শেষ হলে শুরু হয়ে যায় গলা ছেড়ে গান গাওয়া, কবিতা আবৃত্তি ও নৌকা ভ্রমন। ১২টা ৩০মিনিটে আমরা সবাই মিলে আবার রংপুর অভিমুখে যাত্রা শুরু করি। 
১ -
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)