মার্চের দিনগুলি

বাবার বদলিতে দূরে চলে যাওয়ার অনুভূতি প্রকাশ করে বন্ধুকে পত্র

মনে করো তোমার নাম ফাহাদ। তোমার এক ঘনিষ্ট বন্ধু ফুয়াদ। তোমার বাবা বদলি হওয়ায় অনেক দূরে চলে যেতে হয়েছে। এমতাবস্থায় তোমার মনের অনুভূতি প্রকাশ করে বন্ধুকে একখানা পত্র লিখো।


ভাটিয়ারী, চট্টগ্রাম 
১৪ই ফেব্রুয়ারী, ২০১৫

প্রিয় ফুয়াদ,
আমার শুভেচ্ছা নিও। আশাকরি তুমি ভালো আছ। তোমাকে অনেক দিন দেখি না। আজ তোমার কথা বারবার মনে পড়ছে। তাই তোমাকে লিখতে বসলাম। তুমি তো জানো আমার বাবা বদলি হয়ে চট্টগ্রাম চলে এসেছেন। আর এজন্য আমাদের পরিবারের সবাইকে বাবার সঙ্গে চলে আসতে হয়েছে। আজ মা-বাবার সাথে শিশুপার্ক, ফয়েস লেক আর চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছি। খুব ভালো লেগেছে। তোমার কথা বারবার মনে পড়ছে। কারণ স্কুলের অন্যান্য বন্ধুদের মধ্যে তুমিই ছিলে আমার সবচেয়ে ঘনিষ্ট। তোমার সঙ্গে সবসময় বেড়িয়েছি। আমার মনের কথা সবসময় তোমাকে বলেছি। তোমার সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমার কথা কোনদিনও ভুলতে পারবো না। আজ তোমাকে ছেড়ে অনেক দূরে চলে আসতে হয়েছে আমাকে। এজন্যে সবসময় তোমার কথা মনে পড়ে। তুমি আমাকে চিঠি লিখে তোমার সব খবর জানাবে। আমি চাই আমাদের বন্ধুত্ব সারাজীবন বিদ্যমান থাকুক। তুমি চিঠির মাধ্যমে যোগাযোগ রেখো। আমার স্কুল ছুটি হলে তোমাদের বাসায় বেড়াতে যাবো। তুমিও সময় করে চট্টগ্রাম বেড়াতে এসো।

তোমার আব্বা আম্মাকে সালাম দিও। তোমার ছোট ভাইকে আমার আদর ও ভালোবাসা দিও। পরিশেষে তোমার সুন্দর জীবন কামনা করে শেষ করছি।

ইতি 
তোমার বন্ধু
ফাহাদ

Post a Comment (0)
Previous Post Next Post