দাতব্য চিকিৎসালয় স্থাপনের আবেদন করে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি

History 📡 Page Views
Published
03-Jul-2021 | 04:33:00 PM
Total View
6.1K+
Last Updated
03-Jul-2021 | 04:33:51 PM
Today View
0
দাতব্য চিকিৎসালয় স্থাপনের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের নিকট চিঠি লেখো।


৬ই জুন, ২০১৯

সম্পাদক
সমকাল
১৩৬ তেজগাঁও শিল্প এলাকা
ঢাকা।

জনাব,
আপনার বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাফ ‘দৈনিক সমকাল’ পত্রিকায় নিম্নলিখিত সংবাদটি অনুগ্রহপূর্বক প্রকাশ করলে খুশি হবো।

নিবেদক 
মফিজ উদ্দিন আহমেদ
গ্রাম ও পো: ধুবরিয়া
জেলা: টাঙ্গাইল। 

দাতব্য চিকিৎসালয় চাই

টাঙ্গাইল জেলার অন্তর্গত ধুবরিয়া একটি জনবহুল ও বর্ধিষ্ণু গ্রাম। এখানে প্রায় আট হাজার লোকের বসবাস। এখানে একটি বাজার, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি হাই স্কুল ও একটি মাদরাসা রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এ গ্রামে ভালো কোনো ডাক্তার বা চিকিৎসা কেন্দ্র নেই। ফলে জনগণ নূন্যতম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে, ভালো ডাক্তারের আশায় গ্রামের গরীব দুঃখী জনগণকে দূরবর্তী জেলা শহরে যেতে হয়, অনেক লোকের পক্ষেই যা নিতান্ত অসম্ভব। অগত্যা গরিব জনগণ স্থানীয় হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। কিন্তু যথাযথ চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যু ঘঠছে তাই এ গ্রামে একটি সরকারি দাতব্য চিকিৎসালয় স্থাপন করা বিশেষভাবে প্রয়োজন। ইতোপূর্বে এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করা হলেও তাতে কোন ফল পাওয়া যায় নি।

অতএব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন এই যে, অনুগ্রহপূর্বক এ গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করে স্থানীয় জনসাধারণের কল্যাণসাধনে এগিয়ে আসবেন।

মফিজ উদ্দিন আহম্মেদ
ধুবড়িয়া, টাঙ্গাইল
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)