মার্চের দিনগুলি

অফিস সহকারী পদে নিয়োগের জন্যে আবেদন।

প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী পদের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একখানা আবেদন পত্র লেখো।

অথবা, খবরের কাগজে অফিস সহকারী নিয়োগের বিজ্ঞাপন দেয়া হয়েছে; উল্লেখিত প্রার্থী হিসেবে একটি আবেদনপত্র রচনা করো।


৩০শে মে, ২০১৯

বরাবর,
প্রধান শিক্ষক
বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় 
ঢাকা।

বিষয় : অফিস সহকারী পদে নিয়োগের জন্যে আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে,গত ২৭শে মে ২০১৫ তারিখের 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে,আপনার অধীনে একজন অফিস সহকারী নিয়োগ করা হবে। আমি উল্লেখিত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্য পেশ করছি।

১. নাম: তমাল এনামুল
২. পিতার নাম: হাসান আল মামুন
৩. মাতার নাম: রাজিয়া বেগম
৪. বর্তমান ঠিকানা: ২৭, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা
৫. স্থায়ী ঠিকানা:
৬. জন্ম তারিখ: ২৩শে মার্চ ১৯৯১
৭. নিজ জেলা: ঢাকা
৮. জাতীয়তা: বাংলাদেশী
৯. ধর্ম: ইসলাম
১০. বৈবাহিক অবস্থা: অবিবাহিত 
১১. শিক্ষাগত যোগ্যতা:

পরীক্ষার নাম বছর জিপিএ বিভাগ বোর্ড
এস এস সি ২০১৩ ৩.৫০ কর্মাস ঢাকা
এইচ এস সি ২০১৫ ৩.৫০ কর্মাস ঢাকা

অতএব, উপযুক্ত তথ্যাবলির পরিপ্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আমাকে উল্লেখিত পদে নিয়োগের জন্যে বিবেচনা করলে বাধিত হবো।

নিবেদক
তমাল এনামুল

সংযুক্ত অনুলিপি :
১.সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র
২. চারিত্রিক সনদপত্র
৩. নাগরিকত্ব প্রমাণপত্র
৪. দুই কপি সত্যায়িত ছবি ও ব্যাংক ড্রাফট

6 Comments

  1. অনেক ধন্যবাদ স্যার অনেক কিছু শিখতে পারছি

    ReplyDelete
  2. Thanks for your help

    ReplyDelete
  3. সব কিছু কি এক পৃষ্ঠায় লিখতে হবে??

    ReplyDelete
    Replies
    1. না, দ্বিতীয়, তৃতীয় পৃষ্ঠায়ও যেতে পারবেন, তবে মনে রাখতে হবে, যে পৃষ্টা থেকে শুরু হচ্ছে আর যে পৃষ্ঠায় শেষ হচ্ছে সে পৃষ্ঠাগুলোতে অন্য প্রশ্নের উত্তর বা উত্তরের অংশ থাকতে পারবে না।

      Delete
  4. আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার🙂

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post