কুসুমকুমারী দাস
কুসুমকুমারী দাস কবে জন্মগ্রহণ করেন? — ১৮৮২ সালে।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — বরিশালে।
তিনি কোথায় থেকে শিক্ষালাভ করেন? — কুসুমকুমারী দাস কিছুকাল বরিশাল এবং পরে কলকাতার বেথুন কলেজে শিক্ষালাভ করেন।
শিশুদের জন্য কুসুমকুমারী দাস যে পুস্তকটি রচনা করেন, সেটির নাম কী? — কবিতা মুকুল।
তাঁর গদ্যগ্রন্থের নাম কী? — পৌরাণিক আখ্যায়িকা।
যে পত্রিকাগুলোতে তাঁর কবিতা প্রকাশিত হতো সেগুলোর নাম কী কী? — প্রবাসী, ব্রহ্মবাদী, মুকুল ইত্যাদি।
কুসুমকুমারী দাসের কবিতার একটি বিখ্যাত চরণ উল্লেখ কর। — "আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"
কুসুমকুমারী দাসের নিজস্ব কবি পরিচয় ছাড়া আর যে পরিচয়টি আছে সেটি উল্লেখ কর। — তিনি কবি জীবনানন্দ দাশের মাতা।
কুসুমকুমারী দাস কবে মৃত্যুবরণ করেন? — ১৯৪৮ সালে।