মার্চের দিনগুলি

অনুচ্ছে : ঈদ উৎসব

ঈদ উৎসব


ঈদ উৎসব প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ঈদ মানে খুশি বা আনন্দ। ঈদ উৎসব মানে খুশির উৎসব। এ দিনটি মুসলমানদের ঘরে খুশির বন্যা বয়ে আনে। ছোট - বড়, ধনী-গরিব সবাই সব ভেদাভেদ ভূলে ঈদ আনন্দে মেতে ওঠে। সবাই নতুন জামা কাপড় পরেম বাড়িতে ভালো খাবার রান্না হয়। ছেলেরা পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে ঈদগাহতে চলে যায়। বছরে দুটি ঈদ উৎসব পালিত হয়। এ দুটি উৎসব হচ্ছে 'ঈদুল ফিতর''ঈদুল আযহা'। দীর্ঘ একমাস রোজা রাখা তথা সিয়াম সাধনার পর যে ঈদ উৎসব পালন করা হয় তাই 'ঈদুল ফিতর'। একে রমজানের ঈদও বলা হয়। ধর্মীয় বিধান অনুযায়ী প্রতি রমজামের ঈদে ধনীরা দরিদ্র‍্যের ফিতরা দিয়ে থাকে। রমজান ঈদের দুইআস দশ দিন পর অর্থাৎ আরবি জিলহজ্জ মাসের দশ তারিখ যে ঈদ উৎসব পালন করা হয় তাই 'ঈদুল আযহা'। এই দিন পশু কোরবানি দেওয়া হয় বলে একে কোরবানির ঈদও বলা হয়। ঈদ উৎসবের গুরুত্ব ও তাৎপর্য অনেক। এ উৎসব শুধু আনুষ্ঠানিকতা নয়, জাতীয় জীবনে এর প্রভাব অপরিসীম। ঈদ আমাদের ত্যাগ ও কল্যাণের শিক্ষা দেয়। ঈদ উৎসবে ধনী-গরিব সবাই পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে নতুন প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। বস্তুত ঈদ উৎসব সকলের মাঝে দাম্য ও মৈত্রীর বন্ধন রচনা করে।
Post a Comment (0)
Previous Post Next Post