সাধারণ জ্ঞান : আবুল হোসেন

আবুল হোসেন

আবুল হোসেন কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৯২২ সালের ১৫ আগষ্ট, খুলনায়।

তাঁর পেশা ও পরিচিতি সম্পর্কে লিখ। — পেশাজীবনে তিনি বাংলাদেশ সরকারের একজন (প্রাক্তন যুগ্ম সচিব, কর্মকতা) এবং কবি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহের পরিচয় দাও। — নব বসন্ত (১৯৪০); বিরস সংলাপ (১৯৬৯); হাওয়া তোমার কি দুঃসাহস (১৯৮২); দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে (১৯৮৫); এখনও সময় আছে (১৯৯৬); রাজা রাজড়া (১৯৯৭)। 

আবুল হোসেন রচিত 'অরণ্যের ডাক' কী? — এটি একটি অনূদিত উপন্যাস। মূল জ্যাক লণ্ডন রচিত 'দ্য কল অব দ্য ওয়াইল্ড'। জ্যাক লণ্ডনের প্রকৃত নাম জন গ্রিফিথ। আমেরিকান এই লেখকের বই আবুল হোসেন ১৯৫৪ সালে অনুবাদ করেন।

তাঁর মৃত্যুতারিখ কত? — ২০১৪ সালের ২৯ শে জুন। ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Post a Comment (0)
Previous Post Next Post