সাধারণ জ্ঞান : শব্দ ও তরঙ্গ

শব্দ ও তরঙ্গ

কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? — বায়বীয় পদার্থ

কোন শব্দ সোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? — ০.১ সেকেন্ড

সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে? — গামা রশ্মি

বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে? — প্রতিধ্বনি শুনে

শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম? — অডিওমিটার

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? — লোহা

লেজার রশ্মি কে সালে আবিষ্কার করেন? — মাইম্যান, ১৯৬০ সালে

লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ? — শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়

চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যায় না, কারণ? — চাঁদে বায়ুমণ্ডল নেই

আলট্রাসনোগ্রাফি কি? — ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং

রেলওয়ে স্টেশনে আগমনরত ইন্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক? — আসলের চেয়ে মান বেশি হবে

দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর? — বেগুনি

কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম হয়? — গ্যাসীয় মাধ্যমে

কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? — প্রতিধ্বনি

যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে, তা? — ১০৫ ডিগ্রী

যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে বলা হয়? — প্রতিধ্বনি

কোনো শব্দ শোনার পর তার রেশ আমাদের মস্তিষ্কে কতক্ষন থাকে? — ০.১ সেকেন্ড

বায়ুতে শব্দের বেগ কত? — ৩৩১ মি/সে

একটি বস্তু থেকে শব্দ শুনতে হলে প্রতি সেকেন্ডে নূন্যতম কতবার বস্তুটিকে কাঁপা লাগবে? — ২০ বার

একটি বস্তু থেকে শব্দ শুনতে হলে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ কতবার বস্তুটিকে কাঁপা যায়? — ২০,০০০ বার

সমুদ্রের গভীরতা নির্ণয় করতে ব্যবহৃত যন্ত্রের নাম? — SONAR (Sound Navigation And Ranging)

আধুনিক ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করা হয় মূলত? — পানির ভেতর শব্দোত্তর কম্পনের শব্দ দ্বারা

দাঁতের স্কেলিং বা পাথর তোলার জন্য ব্যবহৃত হয়? — শব্দোত্তর তরঙ্গ

আজিবুল হাসান
৮ এপ্রিল, ২০২১
Post a Comment (0)
Previous Post Next Post