সাধারণ জ্ঞান : মৌলিক কণা

মৌলিক কণা

পরমাণুর নিউক্লিয়াসে মূলত কি থাকে? — প্রোটন ও নিউট্রন

মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহন করে তাকে বলা হয়? — পরমাণু

আদর্শ মডেল অনুযায়ী কোয়ার্ক, লেপটন এবং গেজ বোসনকে কি বলা হয়? — মৌলিক কণিকা

সব মৌলিক কণা হয় বোসন নয়তো — ফার্মিওন ( যা তাদের ঘূর্ণনের ওপর নির্ভর করে)

ফার্মিয়ন কাকে বলে? — অর্ধপূর্ণ স্পিনবিশিষ্ট এক ধরনের মৌলিক কণা

ফার্মিয়ণ কণা যে নীতি মেনে চলে? — পলির বর্জন নীতি

এক শক্তিস্তরে দুটির বেশি ফার্মিয়ন কণা থাকতে না পারলেও বোসন কণার ক্ষেত্রে সেটা — সম্ভব হয়

মৌলিক কণিকা 'কোয়ার্ক' এর নামকরণ করেন কে? — মুরে জেল ম্যান

কোয়ার্ক এর কয়টি ফ্লেভার আছে? — ৬ টি

বোসন কাকে বলে? — পূর্ণসংখ্যক স্পিনবিশিষ্ট একটি মৌলিক কণিকা

তড়িৎ চুম্বক ক্রিয়ার আলো এবং অন্যান্য সকল তড়িৎচুম্বক বিকিরণের মৌলিক একক কোনটি? — ফোটন কণা।

ফোটন কয় ধরনের ধর্ম প্রদর্শন করে থাকে? — ২ ধরনের (তরঙ্গ & কণা উভয়)
إرسال تعليق (0)
أحدث أقدم