সাধারণ জ্ঞান : জীববিজ্ঞান

জীববিজ্ঞান

প্রাণিবিজ্ঞানের জনক বলা হয় কাকে? — গ্রিক বিজ্ঞানী এরিস্টটল কে।

সর্বপ্রথম কে প্রাণিবিজ্ঞানকে বিজ্ঞানের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠা করেন? — এরিস্টটল।

উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় কাকে? — থিওফ্রাসটাসকে।

Historia Animalium গ্রন্থের রচয়িতা কে? — এরিস্টটল।

'জীব থেকে জীবের উৎপত্তি হয়' এ সম্পর্কে আলোকপাত করেন? — এরিস্টটল।

চিকিৎসা শাস্ত্রের 'আলকানুন' নামক বইটি কে লিখেছেন? — ইবনে সিনা।

এনাটমির জনক কে? — ভেস্যালিয়াস।

অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? — ভ্যান লিউয়েন হুক।

ব্যাকটেরিয়া আবিষ্কার করেন — লিউয়েন হুক।

ব্যাকটোরিওলজির জনক কে? — লিউয়েন হুক।

শারীরবিদ্যার জনক কে? — উইলিয়াম হার্ভে।

মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক? — উইলিয়াম হার্ভে।

কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব আবিষ্কার করেন? — লুই পাস্তুর।

জলাতঙ্ক টিকার আবিষ্কার করেন কে? — লুই পাস্তুর।

দুধকে টক করে যা? — ব্যাকটোরিয়া।

পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় কোনটিকে? — দুধকে।

অতিশক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময় ব্যবস্থাকে কি বলা হয়? — কেমোথেরাপি।

আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত? — অ্যান্টিবায়োটিক আবিষ্কারের জন্য।

পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? — আলেকজান্ডার ফ্লেমিং।

পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয় কি দিয়ে? — ছত্রাক দিয়ে।

এন্টিবায়োটিকের কাজ কী? — জীবাণু ধ্বংস করা।

গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? — জগদীশ চন্দ্র বসু।

উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম কী? — ক্রেসকোগ্রাফ।

মনোবিজ্ঞানকে বিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে? — সমাজবিজ্ঞানের শাখা।

মনোবিজ্ঞানের জনক কে? — জার্মান মনোবিজ্ঞানী উইলহেম উল্ড।

আধুনিক মনোবিজ্ঞানের জনক কে? — অস্ট্রিয়ার স্নায়ু চিকিৎসক সিগমন্ড ফ্রয়েড।

মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? — সিগমন্ড ফ্রয়েড কে।

অবসেশন কী? — এক ধরনের মর্মপীড়াদায়ক চিন্তা, ছবি অথবা তাড়না, যা মনের ইচ্ছার বিরুদ্ধে মাথায় আসে।এই চিন্তাভাবনাগুলো বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় এবং কোনো যুক্তির ধার ধারে না।

'Ego' যে —জ্ঞানশাখার সাথে সম্পর্কযুক্ত? — মনোবিজ্ঞান।

'অবেসেশন' শব্দটা জ্ঞানের যে শাখার সাথে যুক্ত? — মনোবিজ্ঞান।

'Civilization and It's Discontents' এর লেখক কে? — সিগমন্ড ফ্রয়েড।

'The Birdman of India' নামে পরিচিত কোন পক্ষীবিদ? — সালিম আলী।

গবাদি পশুর অ্যানথ্রাক্স এবং জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করেন কে? — লুই পাস্তুর।
Post a Comment (0)
Previous Post Next Post