রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
| History | 📡 Page Views |
|---|---|
| Published 01-Feb-2021 | 11:47:00 AM |
Total View 50.7K+ |
| Last Updated 03-Jul-2021 | 10:05:47 AM |
Today View 3 |
তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে
প্রকাশের জন্য একটি পত্র লেখো।
বা, তোমার এলাকার রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে
প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
বা, তোমার এলাকার কোনো রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে
সংবাদপত্রে প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।
৩০শে এপ্রিল, ২০২১
বরাবর
সম্পাদক
দৈনিক আমাদের কুমিল্লা
খাঁ বাড়ি, বাগিচাগাঁও,
কুমিল্লা-৩৫০০
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন।
জনাব,
আপনার বহুল প্রচারিত ‘দৈনিক আমাদের কুমিল্ল’ পত্রিকায় সংযুক্ত পত্রটি প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব।
বিনীত নিবেদক
তৌহিদুল ইসলাম
কুমিল্লা
মুরাদনগর-ইলিয়টগঞ্জ রাস্তার সংস্কার চাই
কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত একটি রাস্তা
রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন অগণিত লোক যাতায়ত করে। প্রাথমিক ও মাধ্যমিক
স্কুলের ছাত্র-শিক্ষক, পান্তিক বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা এবং মুরাদনগর
থানা সদরের বিভিন্ন অফিসের কর্মচারী-কর্মকর্তাসহ সকলকেই এ রাস্তা দিয়ে যাতায়াত
করতে হয়। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় প্রতিবছর বর্ষায় বহু স্থান ক্ষতিগ্রস্ত
হয়। গত বর্ষায় যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে তা এখনো মেরামত করা হয়নি। জনসাধারণের
চলাচলের সুবিধার্থে আমরা রাস্তাটি পাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
করছি। রাস্তায় যে দুটো পুল রয়েছে, সেগুলোও পাকা হওয়া আবশ্যক।
তৌহিদুল ইসলাম
থানা : মুরাদনগর
জেলা : কুমিল্লা
Leave a Comment (Text or Voice)
Comments (6)
Thanks bro
Very helpful
Very nice
It's really good
Nice Content | It is better to increase the font size
It's great