সাধারণ জ্ঞান : জাতিসংঘের বিশেষ সংস্থাসমূহ

WHO (বিশ্ব স্বাস্থ্য সংস্থা

WHO এর পূর্ণরূপ কী? – World Health Organization.

WHO কত সালে প্রতিষ্ঠিত হয়? – ৭ এপ্রিল, ১৯৪৮।

WHO-এর বর্তান সদস্য কত? – ১৯৪টি (সর্বশেষ দক্ষিণ সুদান, ২৭ সেপ্টেম্বর ২০১১)।

WHO কিভাবে পরিচালিত হয়? – ৩১ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ বোর্ড দ্বারা।

WHO-এর সদর দফতর কোথায়? – জেনেভা (সুইজারল্যান্ড)।

বর্তমান WHO-এর বর্তমান ও ৭ম মহাপরিচালক কে? – মার্গারেট চ্যান (হংকং, ৪ জানুয়ারি ২০০৭)।

WHO পরিচালিত বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? – ৭ এপ্রিল।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রির্সাস অন ক্যান্সার (IARC) কোথায় অবস্থিত? – লিঁও, ফ্রান্স।

UNESCO (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা)

UNESCO এর পূর্ণরূপ কী? – United Nations Educational Scientific and Cultural Organization.

UNESCO কত সালে গঠিত হয়? – ১৬ নভেম্বর ১৯৪৫ (কার্যকর হয় – নভেম্বর ৪ ১৯৪৬)।

UNESCO-এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৯৫টি রাষ্ট্র।

UNESCO কাদের দ্বারা পরিচালিত? – ৫৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী বোর্ড নিয়ে।

UNESCO এর সদর দফতর কোথায়? – ফ্রান্সের প্যারিসে।

কোন সংস্থা বাংলাদেশের সুন্দরবনকে “World Heritage” ঘোষণা করে? – UNESCO, ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর। (৫২২তম)

UNESCO-এর কোন Director General কে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রদান করেছে? – ফ্রেডোরিকো মেয়ারকে।

বাংলাদেশে কত সালে (UNESCO) এর সদস্য পদ লাভ করে? – ১৯ অক্টোবর, ১৯৭২।

মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে UNESCO ত্যাগ করে? – ১৯৮৫ সালে।

মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে পুনরায় UNESCO তে ফিরে আসে? – ১২ সেপ্টেম্বর, ২০০২ (১৮ বছর পর)।

UNESCO এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? – ফিলিস্তিন (৩১ অক্টোবর, ২০১১)।

ILO (আন্তর্জাতিক শ্রম সংস্থা)

ILO-এর পূর্ণ অভিব্যক্তি কী? – International Labour Organization.

ILO কত সালে গঠিত হয়? – ১৯ এপ্রিল, ১৯১৯ সালে।

ILO-এর সদর দফতর কোথায়? – জেনেভা (সুইজারল্যান্ড)।

কোন চুক্তির মাধ্যমে ILO গঠিত হয়? – ২য় ভার্সাই চুক্তি।

ILO শান্তিতে নোবেল পুরস্কার পায় কত সালে? – ১৯৬৯ সালে।

ILO কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? – ১৪ ডিসেম্বর, ১৯৪৬।

ILO এর সদস্য কতটি? – ১৮৬টি (সর্বশেষ সদস্য কক আইল্যান্ড)।

বাংলাদেশ কবে ILO এর সদস্য পদ লাভ করে? – ২২ জুন, ১৯৭২ সালে।

ILO গঠনের প্রধান লক্ষ্য কী? – বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

ILO প্রশাসন গঠিত হয় কিভাবে? – ২৮ জন সরকারি সদস্য, ৪ জন শ্রমিক ও ১৪ জন কর্মচারী নিয়ে।

UNHCR (জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক হাইকমিশন)

UNHCR-এর পূর্ণ রূপ কী? – Office of the United Nations High Commission for Refugees.

UNHCR কত সালে গঠিত হয়? – ১৪ ডিসেম্বর ১৯৫০।

UNHCR এর সদর দফতর কোথায়? – সুইজারল্যান্ডের জেনেভায়।

UNHCR এর মূল লক্ষ্য কী? – বিশ্ব উদ্বাস্তুদের রক্ষণাবেক্ষণ করা।

UNHCR এর প্রধানকে কী বলা হয়? – হাই কমিশনার।

UNHCR এর প্রধান কে? – Antinio Guterrs (পুর্তগাল, ১০ম)।

UNHCR কবে শান্তিতে নোবেল পুরস্কার পায়? – ১৯৫৪ ও ১৯৮১ সালে।

FAO (খাদ্য ও কৃষি সংস্থা)

FAO-এর পূর্ণরূপ কী? – Food and Agrigcultural Organization.

FAO-এর গভর্নিং বডির সদস্য সংখ্যা কত? – ৪৯ জন।

বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা কত? – ১৯৭ (এর মধ্যে ১টি সংস্থা EU ও ২টি সহযোগী সদস্য)

FAO-এর সদর দফতর কোথায় অবস্থিত? – ইতালির রোমে।

বাংলাদেশ কত সালে FAO এর সদস্য পদ লাভ করে? – ১৩ নভেম্বর, ১৯৭২।

FAO কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে।

FAO প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের কোন সম্মেলনে? – ব্রিটন উডস্ সম্মেলন।

IFAD (আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল)

IFAD এর পূর্ণরূপ কী? – International Fund for Agricultural Development.

IFAD কত সালে গঠিত হয়? – ৩০ নভেম্বর, ১৯৭৭।

IFAD এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৭৬টি। (সর্বশেষ পালাউ, ১৬ ফেব্রুয়ারি ২০১৫)

IFAD এর লক্ষ্য ও উদ্দেশ্য কী? – উন্নয়নশীল দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা।

IFAD এর সদর দফতর কোথায়? – রোম, ইতালি।

বাংলাদেশ IFAD এর সদস্য পদ লাভ করে কবে? – ১৯৭৭ সালে।

WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা)

WTO-এর পূর্ণরূপ কী? – World Trade Organization.

WTO-কবে প্রতিষ্ঠিত হয়? – ১ জানুয়ারি, ১৯৯৫।

WTO-এর উত্তরসূরি কোন সংস্থা? – GATT.

GATT-কবে প্রতিষ্ঠিত হয়? – ১ জানুয়ারি, ১৯৪৮।

GATT-কোন রাউন্ডে WTO-তে রূপান্তরিত হয়? – উরুগুয়ে রাউন্ডে।

WTO-এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৬২টি (সর্বশেষ কাজাখাস্তান, ২৭ জুলাই ২০১৫)।

WTO-সদর দফতর কোথায়? – সুইজারল্যান্ডের জেনেভায়।

WTO-এর ১৫৫তম সদস্য দেশ কোনটি? – রাশিয়া (১৬ ডিসেম্বর ২০১১)।

বাংলাদেশ WTO-এর সদস্য পদ লাভ করে কবে? – ১ জানুয়ারি, ১৯৯৫ (১২৪তম)।

WTO-সদস্য ভুক্ত কোন দেশের সার্বভৌম ক্ষমতা নেই? – তাইওয়ান।

WTO-এর প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? – ৯-১৩ ডিসেম্বর, ১৯৯৬ (সিঙ্গাপুর সিটি)।

ICAO (আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা)

ICAO-এর পূর্ণরূপ কী? – International Civil Aviation Organization.

ICAO-কবে প্রতিষ্ঠিত হয়? – ৪ এপ্রিল, ১৯৪৭।

ICAO-এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৯১টি। (সর্বশেষ দক্ষিণ সুদান, ১০ নভেম্বর ২০১১)।

ICAO-এর সদর দফতর কোথায়? – মান্ট্রিল (কানাডা)।

ICAO-এর লক্ষ্য কী? – বিশ্বব্যাপী বেসামরিক বিমান চলাচলের উন্নয়ন ঘটানো।

বাংলাদেশ ICAO-এর সদস্য পদ লাভ করে কবে? – ১১ ফেব্রুয়ারি, ১৯৭৩।

WIPO (বিশ্ব বুদ্ধি সম্মদ সংস্থা)

WIPO-এর পূর্ণরূপ কী? – World Intellectual Property Organization.

WIPO কত সালে গঠিত হয়? – ১৯৭০ সালে।

WIPO-কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? – ১৩ মার্চ, ১৯৭৪।

WIPO-এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৮৮টি। (সর্বশেষ নিউ, ৮ জানুয়ারি ২০১৫)।

WIPO-এর সদর দফতর কোথায় অবস্থিত? – সুইজারল্যান্ডের জেনেভায়।

CTBTO

CTBTO-এর পূর্ণরূপ কী? – Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization.

সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংস্থার (CTBTO)-এর প্রতিষ্ঠা কবে? – ১৯ নভেম্বর ১৯৯৬।

CTBTO-এর সদর দফতর কোথায় অবস্থিত? – ভিয়েনা, অস্ট্রিয়া।

CTBTO-এর সদস্য সংখ্যা কত? – ১৮৩। (সর্বশেষ নিউ, ৯ এপ্রল ২০১২)।

OPCW

OPCW-এর পূর্ণরূপ কী? – Organization for the Prohibition of Chemical Weapons.

OPCW-এর প্রতিষ্ঠা কবে? – ২৮ এপ্রিল ১৯৯৭ সালে।

OPCW-এর সদর দফতর কোথায়? – হেগ, নেদারল্যান্ড।

OPCW-এর সদস্য সংখ্যা কত? – ১৯০ (সর্বশেষ সিরিয়া, ১৪ অক্টোবর ২০১৩)

OPCW-নোবেল শান্তি পুরস্কার লাভ করে কবে? – ২০১৩ সালে।

IAEA (আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি)

IAEA-এর পূর্ণরূপ কী? – International Atomic Energy Agency.

IAEA-কত সালে গঠিত হয়? – ২৯ জুলাই, ১৯৫৭।

IAEA-কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? – ১৪ নভেম্বর, ১৯৫৭।

IAEA-এর সদর দফতর কোথায়? – ভিয়েনা (অস্ট্রিয়া)।

IAEA-এর বর্তমান প্রধানের নাম কী? – ইউকিয়া আমানো, ৫ম মহাপরিচালক (জাপান, ১ ডিসেম্বর ২০০৯ – বর্তমান)।

IAEA-এর সদস্য দেশ কয়টি? – ১৬৪টি। (সর্বশেষ জিবুতি, ৬ মার্চ ২০১৫)।

IAEA-এর প্রধান আল বারাদি কবে শান্তি তে নোবেল পুরস্কার পান? – ২০০৫ সালে।

IAEA-এর বোর্ড অব গভর্ণর্সের সদস্য কয়টি? – ৩৫।

IAEA-এর মহাপরিচালক কিভাবে নির্বাচিত হন? – বোর্ড অব গভর্নস-এর দুই তৃতীয়াংশ ভোটে।

IAEA-এর মহাপরিচালকের মেয়াদকাল কত? – ৪ বছর।

IAEA-এর বর্তমান মহাপরিচালক কে? – ইউকিয়া আমানো (জাপান, ১ ডিসেম্বর ২০০৯ – বর্তমান)।

WMO (বিশ্ব আবহাওয়া সংস্থা)

WMO-এর পূর্ণরূপ কী? – World Meteorolgica Organization.

WMO-কবে গঠিত হয়? – ১৫ সেপ্টেম্বর, ১৮৭৩ সালে।

WMO-কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? – ২৩ মার্চ, ১৯৫০।

WMO-এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৮৫টি দেশ। (এছাড়াও ৬টি আঞ্চলিক সদস্য আছে)

WMO-এর মূল উদ্দেশ্য কী? – আবহাওয়া পর্যবেক্ষণ।

WMO-এর সদর দফতর কোথায় অবস্থিত? – সুইজারল্যান্ডের জেনেভায়।

WMO-এর বর্তমান মহাসচিবের নাম কী? – Michel Jarraud.

সর্বশেষ ১৮৫তম সদস্য দেশ কোনটি? – দক্ষিণ সুদান (১৪ ডিসেম্বর ২০১২)।

UNIDO (জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা)

UNIDO-এর পূর্ণরূপ কী? – United Nations Industrial Development Organization.

UNIDO-কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৬৬ সালে।

UNIDO-এর সদস্য দেশ কতটি? – ১৭২টি।

UNIDO-এর সদর দফতর কোথায়? – ভিয়েনা (অস্ট্রিয়া)।

UNIDO-কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? – ১৯৮৫ সালে।

UPU (বিশ্ব ডাক ইউনিয়ন)

UPU-এর পূর্ণরূপ কী? – Universal Postal Union.

UPU-কবে প্রতিষ্ঠিত হয়? – ৯ অক্টোবর, ১৮৭৪ সালে। [সদর দফতর – বার্ন (সুইজার‌ল্যান্ড)]

UPU-কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? – ১ জুলাই, ১৯৪৮।

UPU-এর উদ্দেশ্য কী? – বিশ্বের বিভিন্ন দেশের ডাক বিভাগের সার্বিক উন্নয়ন ঘটানো।

কোন চুক্তির মাধ্যমে UPU গঠিত হয়? – বার্ন চুক্তির মাধ্যমে।

UPU-কিভাবে পরিচালিত হয়? – ৪০ সদস্য বিশিষ্ট্য নির্বাহী পরিষদ দ্বারা।

UPU-এর সদস্য সংখ্যা কত? – ১৯২টি (সর্বশেষ দক্ষিণ সুদান, ৪ অক্টোবর ২০১১)।

বাংলাদেশ UPU-এর সদস্য পদ লাভ করে কত সালে? – ৭ ফেব্রুয়ারি, ১৯৭৩ সালে।

UNCTAD (জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য কর্মসূচি)

UNCTAD-এর পূর্ণরূপ কী? – United Nations Conference on Trade and Development.

UNCTAD-গঠিত হয় কবে? – ১৯৬৪ সালে। [সদর দফতর – জেনেভা, সুইজারল্যান্ড]

UNCTAD-এর সদস্য সংখ্যা কত? – ১৯৪টি, সর্বশেষ দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১)।

UNCTAD-এর সম্মেলন অনুষ্ঠিত হয় কত বছর পর পর? – ৪ বছর।

UNCTAD-এর মূল লক্ষ্য কী? – তৃতীয় বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়ন।

বাংলাদেশ UNCTAD এর সদস্য পদ লাভ করে কবে? – ২০ মে, ১৯৭২ সালে।

IMO (আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা)

IMO-এর পূর্ণরূপ কী? – International Maritime Organization.

IMO-কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৭ মার্চ, ১৯৫৮।

IMO-কবে জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে? – ১৩ জানুয়ারি, ১৯৫৯।

IMO-এর সদর দফতর কোথায়? – লন্ডন (ইংল্যান্ড)।

বর্তমানে IMO-এর সদস্য সংখ্যা কত? – ১৭০ (এছাড়া ৩টি সহযোগী সদস্য রয়েছে)।

বাংলাদেশ IMO-এর সদস্য পদ লাভ করে কবে? – ১৯৭৬ সালে।

ITU (আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন)

ITU-এর পূর্ণরূপ কী? – Internatinal Telecommunication Union.

ITU-কবে প্রতিষ্ঠিত হয়? – ১৭ মে ১৮৬৫ সালে, প্যারিসে।

ITU-এর বর্তমান সদস্য কত? – ১৯৩টি রাষ্ট্র (সর্বশেষ দক্ষিণ সুদান, ৩ অক্টোবর ২০১১)।

ITU-কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? – ১৯৪৭ সালে।

ITU-এর সদর দফতর কোথায়? – জেনেভা (সুইজারল্যান্ড)।

ITU-কিভাবে পরিচালিত হয়? – ৪৬ সদস্য বিশিষ্ট প্রশাসনিক পরিষদ দ্বারা।

বাংলাদেশ ITU-এর সদস্য পদ লাভ করে কবে? – ৫ সেপ্টেম্বর ১৯৭৩।

বিশ্ব টেলিযোগাযোগ (ITU) দিবস প্রতি বছর কখন পালিত হয়? – ১৭ মে।

UNICEF (আন্তর্জাতিক শিশু তহবিল)

UNICEF-এর পূর্ণরূপ কী? – United Nations Children Fund.

UNICEF-এর বর্তমান রূপ কী? – United Nations Childrens Fund.

UNICEF শান্তিতে নোবেল পায় কত সালে? – ১৯৬৫ সালে।

UNICEF-কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়? – ১৯৫৩ সালে।

UNICEF-কবে প্রতিষ্ঠিত হয়? – ১১ ডিসেম্বর, ১৯৪৬ সালে।

বর্তমানে UNICEF-এর সদস্য সংখ্যা কত? – ১৯১টি রাষ্ট্র।

UNICEF-এর সদর দফতর কোথায়? – নিউইয়র্ক।

UNFPA (জাতিসংঘ জনসংখ্যা তহবিল)

UNFPA-এর পূর্ণরূপ কী? – United Nations Fund for Population Activities.

UNFPA-কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৬৯ সালে।

UNFPA-এর সদস্য দেশ কত? – ১৫৫টি।

UNFPA-এর কোন দিনটিকে Day of Seven Billion ঘোষণা করে? – ৩১ অক্টোবর ২০১১ সাল (এই দিনে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছে)।

UNU (জাতিসংঘ বিশ্ববিদ্যালয়)

UNU-এর পূর্ণরূপ কী? – United Nations University.

UNU-কবে প্রতিষ্ঠিত হয়? – ৬ ডিসেম্বর ১৯৭৩ সালে।

UNU-কোথায় অবস্থিত? – টোকিও (জাপান)

UNU-কত সাল থেকে তার কার্যক্রম শুরু করে? – সেপ্টেম্বর, ১৯৭৫ সাল থেকে।

UNU-এর সর্বাধিক বাজেট কত? – ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

UNU-এর বিশ্বব্যাপী কতটি গবেষণা শিক্ষাকেন্দ্র রয়েছে? – ১৩টি।

UNIDCP

UNIDCP-এর পূর্ণরূপ কী? – United Nations International Drug Control Programme.

UNIDCP-কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৯৯১ সালে।

UNIDCP-েএর সদর দফতর কোথায় অবস্থিত? – ভিয়েনা (অস্ট্রিয়া)।

UNITAR (জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট)

UNITAR -এর পূর্ণরূপ কী? – United Nations Institute for Training and Research.

UNITAR-কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৬৫ সালে।

UNITAR-এর সদর দফতর কোথায় অবস্থিত? – জেনেভা (সুইজারল্যান্ড)।

UNEP (জাতিসংঘ পরিবেশ কর্মসূচি)

UNEP-এর পূর্ণরূপ কী? – United Nations Environment Programme.

UNEP-কত সালে গঠিত হয়? – ১৯৭২ সালে।

UNEP-এর সদর দফতর কোথায়? – নাইরোবি (কেনিয়া)।

UNICFHS

UNICFHS-এর পূর্ণরূপ কী? – United Nations Centre for Human Settlement.

UNICFHS-এর সদর দফতর কোথায়? – নাইরোবি (কেনিয়া)।

UNICFHS-কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৭৮ সালে।



UNV (জাতিসংঘ স্বেচ্ছাসেবক দল)

UNV-এর পূর্ণরূপ কী? – United Nations Volunteers.

UNV-এর সদর দফতর কোথায়? – বন, জার্মানি।

UNV-কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৭০ সালে।

UNV-বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৩০।

ICC (আন্তর্জাতিক অপরাধ আদালত)

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর যাত্রা শুরু হয় কবে? – ১ জুলাই ২০০২ (প্রয়োজনীয় ৬০টি দেশের চুক্তিটি অনুমোদনের পর)।

বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম শুরু হয় কবে? – ৯ নভেম্বর ২০০৬। [সদর দফতর – দি হেগ, নেদারল্যান্ডস]

কোন অপরাধীদের বিচারের লক্ষ্যে এ আদালত প্রতিষ্ঠা করা হয়? – যুদ্ধাপরাধী।

আন্তর্জাতিক অপরাধ আদালত কোন ধরনের সংস্থা? – স্বাধীন, কিন্তু জাতিসংঘের কোনো অঙ্গসংগঠন নয়।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠা করা হয় কবে? – ১৯৯৮ সালের ১৭ জুলাই ইতালির রোমে গৃহীত চুক্তির মাধ্যমে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর বিচারক সংখ্যা কত? – ১৮ জন (৭জন নারী, ১১ জন পুরুষ)।

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের মেয়াদ কত? – ৯ বছর।

আন্তর্জাতিক অপরাধ আদালত গঠনের জন্য স্বাক্ষরিত চুক্তি কী? – রোম চুক্তি (স্বাক্ষর প্রত্যাহার করেছে)।

আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ কতটি? – ১২৩।

UNRISD (জাতিসংঘ সমাজ গবেষণা ইনস্টিটিউট)

UNRISD-এর পূর্ণরূপ কী? – United Nations Research for Social Development.

UNRISD-এর সদর দফতর কোথায়? – জেনেভা, সুইজারল্যান্ড।

DHA

DHA-এর পূর্ণরূপ কী? – Development of Humanitrian Affairs.

DHA-সর্বোচ্চ পদবী কী? – মহাসচিব।

UNICRI (জাতিসংঘ ও আন্তঃ আঞ্চলিক অপরাধ ও বিচার ইনস্টিটিউট)

UNICRI-এর পূর্ণরূপ কী? – United Nations Interregional Crime & Justice Research Institute.

UNICRI-এর সদর দফতর কোথায়? – রোম ইতালি।

UNICRI-কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৬৮ সালে।

UNDFW

UNDFW-এর পূর্ণরূপ কী? – United Nations Development Fund for Woman.

UNDFW-এর সদর দফতর কোথায়? – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

UNDFW-কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৭৬ সালে।

UNDP (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)

UNDP-এর পূর্ণরূপ কী? – United Nations Development Programme.

UNDP কত সালে প্রতিষ্ঠা লাভ করে? – ১৯৬৫ সালে।

UNDP-এর সদর দফতর কোথায় অবস্থিত? – নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।

UNDP-এর বর্তমান সদস্য সংখ্যা কত? – ১৭৫টি।

UNDP-এর Parent Organization কোনটি? – ECOSOC.

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের কার্যালয়

OHCHR এর পূর্ণরূপ কী? – Office of the High Commissioner for Human Rights.

OHCHR-এর প্রতিষ্ঠা কবে? – ২০ ডিসেম্বর ১৯৯৩।

OHCHR-এর সদর দফতর কোথায়? – ইউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

UN Women

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থার নাম কী? – ইউএন উইমেন। নির্বাহী বোর্ডের সদস্য – ৪১)

ইউএন উইমেন-এর অফিসিয়াল নাম কী? – United Nations Entiti for Gender Equality and the Empowerment of Women.

UN Women-এর কার্যক্রম শুরু হয় কবে? – ১ জানুয়ারি ২০১১ (সদর দফতর – ইউইয়র্ক, যুক্তরাষ্ট্র)।

কোন চারটি কর্মসূচিকে UN Women-এর আওতায় আনা হয়? – জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল (UNIFEM), নারী অগ্রগতি ডিভিশন (DAW), লিঙ্গবিষয়ক উপদেষ্টার বিশেষ কার্যালয় এবং নারী উন্নয়নের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (INSTRAW)।

সিডও (CEDAW)

CEDAW-এর সনদ কী? – নারী অধিকারের একটি দলিল।

CEDAW-এর পূর্ণরূপ কী? – Convention on the Elimination of All Forms of Discrimination Against Women.

CEDAW-এর ৩০টি ধারাগুলো কতভাগে বিভক্ত? – ৩টি।
প্রথম ভাগ- ধারা ১-১৬ নারী-পুরুষের সমতা সম্পর্কিত।
দ্বিতীয় ভাগ- ধারা ১৭-২২ CEDAW কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক।
তৃতীয় ভাগ- ধারা ২৩-৩০ CEDAW প্রশাসন সংক্রান্ত।

CEDAW কমিটির প্রথম অধিবেশন কবে বসে? – ১৮-২২ অক্টোবর ১৯৮২।

CEDAW সনদ গৃহীত হয় কবে? – ১৮ ডিসেম্বর ১৯৭৯, জাতিসংঘ সাধারণ পরিষদে।

আন্তর্জাতিক CEDAW কমিটির সদস্য কত? – ২৩টি।

CEDAW সনদ কার্যকর হয় কবে? – ৩ সেপ্টেম্বর ১৯৮১।

বাংলাদেশ CEDAW সনদ অনুমোদন করে কত তারিখে? – ৬ নভেম্বর ১৯৮৪।

CEDAW দিবস কবে পালিত হয়? – ৩ সেপ্টেম্বর।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল

মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে কবে? – ১৫ মার্চ ২০০৬।

মানবাধিকার কাউন্সিলের পূর্ব নাম কী? – মানবাধিকার কমিশন।

মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা লাভ করে কবে? – ১০ ডিসেম্বর ১৯৪৬।

মানবাধিকার কমিশনের সদস্য কত ছিল? – ৫৩।
Post a Comment (0)
Previous Post Next Post