সাধারণ জ্ঞান : চীন
| History | 📡 Page Views |
|---|---|
|
Published 29-Feb-2020 | 05:45 AM |
Total View 6.9K |
|
Last Updated 14-May-2022 | 06:59 AM |
Today View 0 |
চীন
চীনের প্রথম রাজা কে? – ফুসিসি।
কত বছরের জন্য চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন? – ১০ বছরের জন্য।
চীনের সর্বশেষ সম্রাটের নাম কী? – সম্রাট লুই।
‘একদেশে দুই নীতি’ পদ্ধতি চালু হয় কোথায়? – চীনে (১৯৯৭ সালে)।
হংকং ও চীনের মধ্যে ‘এক দেশ দুই নীতি’ চালু থাকবে কত সাল পর্যন্ত? – ২০৪৭ সাল পর্যন্ত।
চীনের বিখ্যাত ‘তিয়েনআনমেন স্কোয়ারে’ তীব্র ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় কবে? – মার্চ ১৯৮৯ সালে।
‘তিয়েন আনমেন স্কোয়ার’ কোথায় এবং কেন বিখ্যাত? – বেইজিং-এ। ১৯৪৯ সালে কমিউনিস্ট নেতা মাও-সে-তুং এখানে দাঁড়িয়ে প্রজাতান্ত্রিক গণআন্দোলনের ডাক দেন।
‘গ্রেটওয়াল বা চীনের প্রাচীর’ নির্মাণ করা হয় কবে? – খ্রিষ্টপূর্ব ২১৪ সালে। দৈর্ঘ্য – ২৪০০ কি.মি. বা ১৫০০ মাইল)।
চাঁদ থেকে পৃথিবীর কোন ভূখন্ডটি অবলোকন করা যায়? – চীনের প্রাচীর।
জিনজিয়াং কী? – চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ বা এলাকা।
কোথায় প্রথম প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি পাওয়া হয়? – ১৯২৯ সালে চীনের পিকিং (বেইজিং)-এর নিকট।
পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল কোনটি? – চীনা কমিউনিস্ট পার্টি।
সিল্ক রোড কি? – চীনের চালু করা বাণিজ্য পথ। (চীনের হান রাজ বংশের আমলে এটি গড়ে উঠে।)
হংকং কোন তারিখে চীনের সাথে একত্রিত হয়? – ১ জুলাই ১৯৯৭ সালে।
হংকং এর শেষ গভর্নর কে ছিল? – ক্রিস প্যাটেন।
হংকং কত বছর ব্রিটেনের অধীনে ছিল? – ১৫৬ বছর।
‘ম্যাকাও’ বর্তমানে কোন দেশের অধীনে? – চীনের।
পর্তুগাল কবে ম্যাকাও দ্বীপটি চীনের কাছে হস্তান্তর করে? – ১৯ ডিসেম্বর ১৯৯৯ সালে।
এশিয়া মহাদেশে ইউরোপের সর্বশেষ উপনিবেশ কোনটি? – ম্যাকাও (দ. চীন সাগরে অবস্থিত)।
গ্রেট হল কোথায় অবস্থিত? – চীনে।
কনফুসিয়াস কে ছিলেন? – চীনের প্রভাবশালী দার্শনিক এবং বিচারপতি।
চীনের দুঃখ বলা হয় কাকে? – হোয়াংহো নদীকে।
ড. সান ইয়াংসেন কে ছিলেন? – চীনা জাতীয় বিপ্লবী দলের নেতা।
চীন-ভারত প্রধান সমস্যা কী? – সীমান্ত সমস্যা।
চীনে মোট কতটি প্রদেশ রয়েছে? – ২৩টি।
কার নেতৃত্বে চীনকে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়? – মাও সেতুং (২১ সেপ্টেম্বর ১৯৪৯)।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একমাত্র এশীয় কোন দেশটি Veto প্রদান করার ক্ষমতা রাখে? – চীন।
চীন WTO-এর কততম সদস্য রাষ্ট্র? – ১৪৩ তম (WTO-র চতুর্থ ‘দোহা’ সম্মেলন ২০০১ সালে এ সদস্য পদ পায়)।
কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? – চীন।
চীনের সাথে মোট কয়টি দেশের সীমান্ত সংযোগ রয়েছে? – ১৮টি দেশের (১৪টি স্থল + ৪টি জল সীমান্ত)।
চীনের সাথে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে কোন দেশের? – মঙ্গোলিয়ার।
‘এক শিশু নীতি’ গ্রহণকারী দেশ কোনটি? – চীন (সম্প্রতি ২০১৪ সালে এ নীতি থেকে কিছুটা সরে আসে)।
দালাইলামা কোন দেশের ধর্মীয় নেতা? – চীনের।
ফালুন গং (Falun Gong) কী? – চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।
ফালুন গং এর উত্থন ঘটে কোন সালে? – ১৯৯২ সালে।
চীনের কাছে রাশিয়া কবে মাঞ্চুরিয়া হস্তান্তর করে? – ১৮ জুলাই, ১৯০২ সালে।
চীন কবে প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায়? – ১৯৬৭ সালের ১৭ জুন।
জাতিসংঘ কবে চীনের সদস্য পদ খারিজ করে? – ১৯৫০ সালের ১ আগস্ট।
পুনরায় চীন কবে জাতিসংঘের ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়? – ১৯৭১ সালের ২৫ অক্টোবর।
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন চালু করেছে কোন দেশ? – চীন, ২৬ ডিসেম্বর ২০০৯, গতিঘণ্টায় ৩৫০ কি.মি।
বিশ্বের দ্রুততম রেল লিঙ্ক বা সংযোগ কবে, কোথায় উদ্বোধন করা হয়? – ২৬ ডিসেম্বর ২০০৯, চীনের ওয়ুহানে।
চীনের মোট উপজাতি কতটি? – ৫৬টি।
চীনের সংখ্যালঘু জাতি কতটি? – ৫৫টি।
হাইব্রিড ধানের জনক কে? – চীনের অধ্যাপক ইউয়ান লিং পিং।
চীনের মোট প্রদেশ পর্যায়ের প্রশাসনিক ইউনিট কতটি? – ৩৪টি (২৩টি প্রদেশ, ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল, ৪টি কেন্দ্রশাসিত মহানগর আর ২টি বিশেষ প্রশাসনিক অঞ্চল)।
‘উইঘুর মুসলিম’ সম্প্রদায় কোথায় বাস করে? – চীনের জিনজিয়াং অঞ্চলে।
চীনের প্রধান উপজাতি কোনটি? – হান।
চীনের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? – মাও সে তুং (১অক্টোবর ১৯৪৯ – ডিসেম্বর ১৯৫৮)।
চীনের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? – জুয়ু ইনলাই (১ অক্টোবর ১৯৪৯ – ৮ জানুয়ারি ১৯৭৬)।
বিশ্ব রেকর্ডে চীন
পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? – চীন।
আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? – চীন (বিশ্বে তৃতীয়)।
বিশ্বে ভাষার জগতে মান্দারিনের অবস্থান কত? – প্রথম।
কয়লা মজুদে বিশ্বে প্রথম দেশ কোনটি? – চীন।
চীন ধান গম ও চা উৎপাদনে বিশ্বে কততম? – প্রথম।
বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? – চীন।
অ্যালুমিনিয়াম, স্বর্ণ, লোহা ও ম্যাঙ্গানিজ, স্টিল সিমেন্ট প্রভৃতি উৎপাদনে বিশ্বে প্রথম কোন দেশ? – চীন।
অটো বায়ার, টিন ও ইস্পাত উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? – চীন।
বিশ্বের সর্বাধিক প্রাকৃতিক রাবার ও জ্বালানি ব্যবহারকারী দেশ কোনটি? – চীন।
বিশ্বে মৎস্য রপ্তানি ও উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? – চীন।
চীনের প্রশাসনিক প্রদেশ
| ক্রমিক নং | প্রদেশ | রাজধানী |
|---|---|---|
| ১ | হ্যপেই | সিচিয়াচুয়াং |
| ২ | লিয়াওনিং | সেনইয়াং |
| ৩ | চিলিন | ছাংছুন |
| ৪ | হেইলুংচিয়াং | হারপিন |
| ৫ | চিয়াংসু | নানচিং |
| ৬ | চেচিয়াং | হাংচৌ |
| ৭ | আনহুই | হ্য ফেই |
| ৮ | ফচিয়েন | ফুচৌ |
| ৯ | চিয়াংসি | নানছাং |
| ১০ | শানতুং | চিনান |
| ১১ | হ্যনান | চেনচৌ |
| ১২ | হুপেই | উহান |
| ১৩ | হুনান | ছাংশা |
| ১৪ | কুয়াংতুঙ | কুয়াংচৌ |
| ১৫ | হাইনান | ছাইখৌ |
| ১৬ | সিছুয়াং | ছেনতু |
| ১৭ | কুইচৌ | কুইইয়াং |
| ১৮ | ইউয়ন্নান | খুনমিং |
| ১৯ | শ্যানসি | সি আন |
| ২০ | ক্যানসু | লানচৌ |
| ২১ | ছিংহাই | সিনিং |
| ২২ | থাইওয়ান | থাইপেই |
৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল
| অঞ্চল | রাজধানী |
|---|---|
| ১. আন্তঃমঙ্গোলিয়া | হুহাওট |
| ২. তিব্বত | লাসা |
| ৩. কুয়াংসি চুয়াং | নানচিং |
| ৪. নিংসিয়া হুইজাতি | ইনছুয়ান |
| ৫. জিনজিয়াং উইগুরজাতি | উরুমুচি |
চীনের বিশেষ প্রশাসনিক এলাকা
হংকং : ১৯৯৭ সালের ১ জুলাই হংকংয়ে চীনের সার্বভৌমত্ব পুনরূদ্ধার হয়েছে এবং হংকং-এ বিশেষ প্রশাসনিক এলাকা প্রতিষ্ঠিত হয়েছে। একে সংক্ষেপে ‘কাং’ বলে ডাকা হয়। দক্ষিণ সাগরের এক পাশে, চুচিয়াং নদীর মোহনায় পূর্বদিকে, কুয়াংতুঙ প্রদেশের সেনচেন শহরের সেনচেন নদীর দক্ষিণাঞ্চলে হংকং অবস্থিত। হংকং দ্বীপ, কাউলোং, সিনকাই আর তার পাশের দ্বীপগুলো নিয়ে গঠিত হংকংয়ের আয়তন ১০৯৮.৫১ বর্গকিমি।
ম্যাকাও : ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর চীন ম্যাকাওতে আর সার্বভৌমত্ব পুনরূদ্ধার করে এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকা প্রতিষ্ঠা করে। একে সংক্ষেপে ‘আও’ বলে ডাকা হয়। ম্যাকাও চুচিয়াং নদীর মোহনার পশ্চিম তীরের এক উপদ্বীপে অবস্থিত। আশেপাশে তাংচাং দ্বীপ আর লুহুয়ান দ্বীপসহ ম্যাকাওয়ের মোট আয়তন ২ লক্ষ ৫৮ হাজার বর্গকিলোমিটার।
By using this site, you agree to our use of cookies for analytics and personalized ads.
Learn More
Leave a Comment (Text or Voice)
Comments (0)