সাধারণ জ্ঞান : কম্পিউটারের সংগঠন

কম্পিউটারের সংগঠন

কম্পিউটার সংগঠনের প্রধান অংশ কতটি? – ২টি।

মাইক্রোপ্রসেসর বা সিপিইউ

সিপিইউ (CPU)-এর প্রধান অংশ নয় কোনটি? – অপারেটিং সিস্টেম।

সিপিইউকে (CPU) কয় ভাগে ভাগ করা হয়? – ৩টি।

টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? – স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের।

টেড হফ কোন বিষয়ের শিক্ষক ছিলেন? – পদার্থবিদ্যা।

’টেড হফ’ কত সালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকর মডেল তৈরি করেন? – ১৯৭০ সালে।

টেড হফ-এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল? – কম্পিউটার ইন এ চিপ।

বিশ্বখ্যাত ইনটেল কোম্পানি প্রতিষ্ঠা করেন – বব নয়েস ও গর্ডন মুর।

কম্পিউটারের মস্তিষ্ক বলা যায় কাকে? – CPU

১৯৭১ সালে ইনটেলের (Intel) তৈরি প্রথম মাইক্রোপ্রসেসরটি কী নামে পরিচিত ছিল? – ইনটেল ৪০০৪।

মাইক্রোপ্রসেসরের কাজ কী? – তথ্য প্রক্রিয়াকরণ করা।

মাইক্রোপ্রসেসরের অংশ নয় – রেজিস্টার অ্যারে।

মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে থাকে? – গাণিতিক ইউনিট।

মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং-এর জন্য ব্যবহৃত হয়? – ALU

নিয়ন্ত্রণ ইউনিট

নিয়ন্ত্রণ ইউনিটে ইনপুট হিসেবে আসা অথ্যগুলো কোথায় জমা হয়? – র‌্যাম (RAM) থেকে।

গাণিতিক যুক্তি ইউনিট

গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম – অপারেন্ড।

গাণিতিক যুক্তি অংশের কাজকে কয় ভাগে ভাগ করা যায়? – তিন ভাগে।

ইন্সট্রাকশন সাইকেল

ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কত ভাগে ভাগ করা যায়? – ২ ভাগে।

নির্দেশ নির্বাহ করার দায়িত্ব পালন করে – Execution Cycle.

রেজিস্টার

CPU-এর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ক্ষণস্থায়ীভাবে কোথায় জমা রাখা হয়? – Register-এ

স্মৃতি অবস্থানের ঠিকানা/অ্যাড্রেসের জন্য কোন রেজিস্টার ব্যবহৃত হয়? – প্রোগ্রাম গণনাকারী রেজিস্টার।

সংরক্ষণ করা কাজ কোথায় জমা হয়? – সহায়ক স্মৃতিতে।

রেজিস্টার হচ্ছে – কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান।

গাণিতিক ফলাফল সংরক্ষণের জন্য কোন রেজিস্টার ব্যবহৃত হয়? – একুমুলেটর রেজিস্টার।

ডাটা ও এড্রেস বাস

কম্পিউটার বাস কোনটি? – ভিইএসএ

কম্পিউটার বাস নয় কোনটি? – IDE

কম্পিউটারের অতি পরিচিত একটি বাস হল – PCI

কম্পিউটারের বাস নয় কোনটি? – ফেচ সাইকেল।

USB পোর্টে ডাটা ট্রান্সফারের প্রাথমিক গতি কত ছিল? – ১২ মেগাবাইট।

ঠিকানা চিহ্নিত করার জন্য কোন ধরনের বাস ব্যবহৃত হয়? – এড্রেস বাস।

কম্পিউটারের স্মৃতি

কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? – ২ ভাগে।

তথ্য সংরক্ষণের জন্য কতগুলো স্থান নিয়ে কম্পিউটারের প্রধান স্মৃতি গঠিত? – অনেকগুলো।

প্রধান মেমোরির প্রকারভেদ ও ধারণ ক্ষমতা

অর্ধপরিবাহী ও সেমিকন্ডাক্টর মেমোরি হচ্ছে – র‌্যাম ও রম।

র‌্যাম ও স্মৃতি হলো – অর্ধ পরিবাহী।

প্রধান মেমোরি নয় কোনটি? – চৌম্বক ফিতা।

কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরী হচ্ছে – র‌্যাম।

মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে কোনটি ব্যবহার হয়? – অর্ধপরিবাহী মেমোরি।

মাইক্রোকম্পিউটারে কোন ধরনের স্মৃতি ব্যবহার করা হয়? – অর্ধপরিবাহী স্মৃতি।

অর্ধপরিবাহী (সেমিকন্ডাক্টর) মেমোরি কত প্রকার? – দুই প্রকার।

র‌্যাম (RAM)

কোনটি প্রাথমিক স্মৃতি? – RAM.

কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় – RAM.

কম্পিউটারের কর্ম এলাকা কোনটি? – RAM.

ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়? – র‌্যাম।

RAM-কে কী বলা হয়? – Temporary Memory, Main Memory & Core Memory.

RAM Cache-এর কাজ কী? – কাজের গতি বৃদ্ধি করা।

কম্পিউটারের অস্থায়ী মেমোরিকে বলা হয়? – RAM.

কোর স্টোরেজ (Core Storage) হিসেবে কাকে চিহ্নিত করা হয়? – RAM.

কিসের সাহায্যে RAM-এর ধারণ ক্ষমতা বাড়ানো যায়? – RAM Chips.

কোন্‌টি সহায়ক মেমোরি নয়? – RAM

RAM-এর ধারণ ক্ষমতা সম্প্রসারণ করা যায়? – অতিরিক্ত RAM Chip যোগ করে।

নিচের কোনটি যোগ করে র‌্যামের ধারণ ক্ষমতা বাড়ানো যায়? – অতিরিক্ত র‌্যাম চিপ যোগ করে।

র‌্যামের নির্দেশনাগুলোকে অনেক সময় কি হিসাবে অভিহিত করা হয়? – ফার্মওয়্যার।

র‌্যাম-এর গতি বাড়ানোর জন্য কী ব্যবহার করা হয়? – র‌্যাম ক্যাশ।

র‌্যাম এর ধারণ ক্ষমতা – বাড়ানো যায়।

রম (ROM)

ROM-এর পূর্ণরূপ কি? – Read Only Memory.

নিচের কোনটি কম্পিউটারের প্রধান স্মৃতি? – রম (ROM)

কম্পিউটারের মাইক্রোপ্রসেসর কিসের নির্দেশ পড়তে পারে? – ROM Chips-এর।

ইপিরম (EPROM)

EPROM-এর পূর্ণরূপ হচ্ছে - Eraseable Programmable Read Only Memory.

যেসব স্থায়ী স্মৃতি প্রোগ্রাম করা যায় এবঙ প্রয়োজনে মুছে ফেলা যায় তাদের কী বলে? – EPROM.

র‌্যাম ক্যাশ

কাজের গতি বাড়ানোর জন্য কী ব্যবহৃত হয়? – RAM Cache.

RAM Cashe কিসের এর অংশ বিশেষ? – RAM

RAM Cache-এর কত ভাগের বেশি ব্যবহার করা উচিত নয়? – এক চতুর্থাংশ।

RAM Cache এর জন্য মোট RAM এর কত অংশের বেশি বরাদ্দ করা উচিত নয়? – ১/৪ অংশ।

সহায়ক স্মৃতির প্রকারভেদ

হার্ড ডিস্ক হল – সহায়ক মেমোরি।

হার্ড ডিস্ক একটি – সহায়ক স্মৃতি।

নিচের কোনটি কম্পিউটারের সহায়ক স্মৃতি নয়? – রম (ROM).

নিচের কোনটি সহায়ক স্মৃতির অন্তর্ভুক্ত নয়? – অর্ধপরিবাহী স্মৃতি।

ডিভিডি র‌্যাম একটি --- মেমোরী। - ক্যাশ।

পার্সোনাল কম্পিউটারে বহুল ব্যবহৃত কয়েকটি সহায়ক মেমোরী হলো – হার্ড ডিস্ক, সিডি এবং ডিভিডি রম।

নীচের কোনটি সহায়ক স্মৃতি? – Hard Disk.

ফ্লপি ডিস্ক (Floppy Disk)

১.২/১.৪ মেগাবাইট ধারণক্ষমতাসম্পর্ণ ফ্লপি ডিক্সকে বলা হয় – হাই ডেনসিটি।

হাই ডেনসিটি ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত? – ১.২ থেকে ১.৪ মেগাবাইট।

High Density ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত? – ১.২ মেগাবাইট থেকে ১.৪ মেগাবাইট।

৭২০/৮০০ কিলোবাইট ধারণক্ষমতাসম্পন্ন ফ্লপি ডিস্ককে বলা হয় – সাধারণ ফ্লপি ডিক্স।

কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না? – ফ্লপি ডিক্স।

হার্ড ডিক্স

কম্পিউটারের ফিক্সড ডিক্স হচ্ছে – হার্ড ডিস্ক।

নিচের কোনটি হার্ড ডিস্ক ইন্টারফেস নয়? – আইসি।

সিডি-ডিভিডি ও জিপ ড্রাইভ

CD শব্দটির পূর্ণ অর্থ হল – Compact Disk

---- একটি সহায়ক স্মৃতি। - CD.

ডিভিডি কোন ধরনের স্মৃতি? – সহায়ক স্মৃতি।

DVD এর পূর্ণরূপ হচ্ছে – Digital Video Disk.

ইনপুট ও আউটপুট ডিভাইস

ইনপুট ডিভাইস (Input Device)
নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ নয়? – মাউস।

কী বোর্ডের Shift, Ctrl, Alt কীগুলোকে বলা হয় – Modifiery Key.

কী-বোর্ডে কতগুলো ফাংশন কী আছে? – ১২টি।

স্ক্যানার এক ধরনের – ইনপুট ডিভাইস।

উত্তরপত্র মূল্যায়নের জন্য কম্পিউটারের সাথে কী সংযোগ করতে হয়? – OMR.

কোনটি ইনপুট যন্ত্র? – OMR

আউটপুট ডিভাইস (Output Device)
নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ নয়? – সিপিইউ

ডট মেট্রিক্স প্রিন্টারে মুদ্রণ হয় – পিন ও রিবনের সাহায্যে।

কোনটি উচ্চ ঘনত্বের মুদ্রণ যন্ত্র? – লেজার প্রিন্টার।

প্লটার কোন ধরনের যন্ত্র/ডিভাইস? – আউটপুট ডিভাইস।

আউপটুপ যন্ত্র বা ডিভাইস কোন্‌টি? – প্লটার।

প্লটার হচ্ছে এক ধরনের – প্রিন্টার।

মানচিত্র ও অন্যান্য নক্সা প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় কোন্‌টি? – প্লটার।

প্লটারে প্রিন্ট হয় কীভাবে? – পেন-এর সাহায্যে।

ইনপুট ও আউটপুট যন্ত্রের সংযোগ

প্রিন্টার-স্ক্যানার কোন ধরনের যন্ত্র? – ইনপুট-আউটপুট।

মডেম হচ্ছে – তথ্য আদান-প্রদানের যন্ত্র

মডেম কোন ধরনের যন্ত্র? – ইনপুট-আউটপুট।

কোন যন্ত্রের সাহায্যে কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষায় রূপান্তরিত করে তথ্য প্রেরণ ও গ্রহণ করা যায়? – মডেম।

Modulator ও Demodulator-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে? – MODEM.

কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর করে কোনটি? – মডেম।

কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? – MODEM

ডিজিটাল ক্যামেরার জন্য – ফিল্ম ব্যবহার করতে হয় না।

পোস্ট স্ক্রিপ্ট কী? – প্রিন্টারের ভাষা।

পার্সোনাল কম্পিউটার ও তার বৈশিষ্ট্য

Personal Computer-এর কারিগরি নাম কী? – মাইক্রোকম্পিউটার

ক্লোন হচ্ছে – IBM PC’র নকল।

পার্সোনাল কম্পিউটারের জন্মকথা
মাইক্রোপ্রসেসর ৮০৮০ ভিত্তিক কম্পিউটারের নাম কী ছিল? – আলতেয়ার।

কোন সালে আইবিএম পিসি বাজারে ছাড়ে? – ১৯৮১।

অ্যাপল কোম্পানী কত সালে মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে? – ১৯৭৬।

১৯৮৪ সালে এ্যাপল কম্পিউটার কোম্পানী কত বিটের কম্পিউটার বাজারে ছাড়ে? – ৩২ টি।

IBM PC নামে মাইক্রোকম্পিউটার কত সালে বাজারে ছাড়া হয়? – ১৯৮১ সালে।

মাইক্রোসফ্ট কোন দেশের কোম্পানী? – যুক্তরাষ্ট্র।

এ্যাপল কোম্পানির সদর দপ্তর কোথায়? – কুপারটিনোতে।

মাইক্রোসফ্ট কোম্পানী এবং এর প্রধান সফ্টওয়ার স্থপতির নাম কী? – বিল গেটস।

মাইক্রোসফট কত সালে Cobol বাজারজাত করে? – ১৯৭৮ সালে।

কত সালে এ্যাপল অপারেটং সিস্টেম ৭.৩ প্রবর্তন করে? – ১৯৯১ সালে।

কম্পিউটারের রক্ষণাবেক্ষণ ও সঠিক ব্যবহার

ভৌত পরিবেশ
ব্যক্তিগত বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহারের জন্য কোন পরিবেশের প্রতি খেয়াল রাখতে হয়? – ভৌত পরিবেশ।

বৈদ্যুতিক পরিবেশ
কম্পিউটার যন্ত্রটিকে ভাল রাখতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে কোনটির প্রতি? – বিদ্যুৎ ব্যবস্থা।

কম্পিউটারের প্রধান চালিকা শক্তি হচ্ছে – বিদ্যুৎ

ভোল্টেজ স্ট্যাবিলাইজার
আমাদের দেশে বিদ্যুৎ ব্যবস্থায় ভোল্টেজের পরিমাণ কত থাকার কথা? – ২২০

কম্পিউটারকে নিরাপদ রাখার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা উচিত? – ভোল্টেজ স্ট্যাবিলাইজার।

ইউপিএস (UPS) কী? – Uninterrupted Power Supply.

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে কত সময় পর্যন্ত ইউপিএস দ্বারা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা যায়? – ১০-৩০ মিনিট।

ভাইরাস ও ভাইরাসের বিরুদ্ধে নিরাপত্ত ব্যবস্থা
কম্পিউটারে ভাইরাস কী ধরনের প্রোগ্রাম? – বিপত্তি সৃষ্টিকারী।

ড্রাইভ পরিষ্কারকরণ
ড্রাইভে কোনো প্রকার ধুলাবালি বা ময়লা জমে গেলে – ডিস্ক ডাটা পাঠ করতে পারে না।

নিয়মিত দৈনিক রক্ষণাবেক্ষণ
নিয়মিত প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের উদ্দেশ্য হচ্ছে – কোনো যন্ত্রাংশকে যত্ন ও পরিচর্যার মাধ্যমে কার্যক্ষম রাখা।
Post a Comment (0)
Previous Post Next Post