সাধারণ জ্ঞান : ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি

ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি

ক্ষমতাসীন দলের কোনোভুল হলে বিরোধী দলের প্রধানের কাজ কী? – গঠনমূলক সমালোচনা করা।
  • সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি এবং বিরোধী দলের ভূমিকা সমগুরুত্বপূর্ণ, যদি উভয় দল সংসদকে কার্যকর ও অর্থবহ করতে সত্যিকার অর্থে আন্তরিক থাকে। সংসদকে অর্থবহ করতে উভয় দলের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের প্রয়োজন।
  • সংসদীয় গণতন্ত্রে সরকারি দল এবং বিরোধী দলকে অবশ্যই পরস্পরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সরকারি দলের কাজকর্মের গঠনমূলক সমালোচনা বিরোধী দলের অত্যাবশকীয় কাজ।
রাজনৈতিক দল কিভাবে গড়ে উঠে? – নীতি ও কর্মসূচির ভিত্তিতে।

রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠে কিভাবে? – রাজনৈতিক সংস্কৃতিতে।

প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি কী? – রাজনৈতিক দল।

জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধনে কাজ করে – রাজনৈতিক দল।

বাংলাদেশের নেতৃত্বের মূল সমস্যা কী? – সততা, দেশপ্রেম ও প্রজ্ঞার অভাব।

রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী? – নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করা।

বিরোধী দল কিভাবে জনগণের উপকার করে? – জনগণকে সাথে নিয়ে দাবি আদায করে।

মুসলিম লীগ

মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।

কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? – নবাব সলিমুল্লাহ।

মুসলিম লীগের প্রথম অধিবেশন কোথায়, কবে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়? – ঢাকায়। নবাব ভিকারুন মূলক এর সভাপতিত্বে।

মুসলিম লীগ গঠনের উদ্দেশ্যসমূহ কী ছিল? – মুসলিম লীগ গঠনের উদ্দেশ্যসমূহ ছিল :
  • ভারতের মুসলমানদের মধ্যে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যবোধ গড়ে তোলা এবং সরকারের কোন ব্যবস্থা সম্পর্কে তাদের মনে ভুল ধারণা জন্মিলে তা দূর করা।
  • ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা এবং উন্নতি ও আকাঙ্ক্ষা শ্রদ্ধার সঙ্গে সরকারের নিকট উপস্থাপন করা।
  • লীগের উপর বর্ণিত লক্ষ্যের কোন ক্ষতি সাধন না করে অপরাপর সম্প্রদায়ের প্রতি ভারতীয় মুসলমানদের মধ্যে জাতি বিদ্বেষভাব জাগরিত না হয় তার ব্যবস্থা করা।

আওয়ামী মুসলিম লীগ

আওয়ামী মুসলিম লীগের স্বপ্নদ্রষ্টা কে, কে? – হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী।

আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯৪৯ সালের ২৩ জুন।

আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে নির্বাচিত হন? – মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কবে? – ১৯৫৫ সালে।

যুক্তফ্রন্ট

যুক্তফ্রন্ট কবে গঠিত হয়? – ১৯৫৪ সালে।

কার নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়? – শেরে বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়াদী ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সম্মিলিত নেতৃত্বে।

যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? – ক্ষমতাসীন মুসলিমলীগের বিরোধীতা করার জন্য।

যুক্তফ্রন্টের ২১ দফা রচনা করেন কে? – আবুল মনসুর আহমদ।

মুখ্যমন্ত্রি এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কবে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল? – ১৯৫৪ সালের ৩ এপ্রিল।

যুক্তফ্রন্টের শরীক দল কৃষক শ্রমিক পার্টির সভাপতি কে ছিলেন? – এ. কে. ফজলুল হক।

2 Comments

  1. মুসলীমলীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালের 30 ডিসেম্বরে। এইটা ভুল আছে ঠিক করে দিন।

    ReplyDelete
    Replies
    1. অপ্রত্যাশিত ভুলের জন্য দুঃখিত। ভুলটি ঠিক করে দেয়া হয়েছে। ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।

      Delete
Post a Comment
Previous Post Next Post