সাধারণ জ্ঞান : দারিদ্র্য বিমোচন কর্মসূচি

দারিদ্র্য বিমোচন কর্মসূচি

দেশের সর্ববৃহৎ পানি শোধনাগার কোনটি? – সায়েদাবাদ পানি শোধনাগার।

কবে থেকে সারা দেশে পাতলা পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হয়? – ১ মার্চ, ২০০২ থেকে।

BARD এর পূর্ণ অভিব্যক্তি কী? – Bangladesh Academy for Rural Development

দারিদ্র বিমোচনে বর্তমানে সরকার কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে? – ৯৫টি।

খাদ্যে সহায়তা পল্লী রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরএমপি) শুরু হয় কবে? – ১৯৮৩ সালে।

এনজিওসমূহ বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে কবে? – ১৯৭১ সালে।

এনজিওসমূহ বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে কীভাবে? – ১৯৭১ সালের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে ত্রাণ ও পুর্ণবাসনমূলক কার্যক্রমের মাধ্যমে।

PRSP এর পূর্ণরূপ কী? – Poverty REduction Strategy Paper

MDGs (এমডিজি) এর অন্যতম লক্ষ্য কী? – ক্ষুধা ও চরম দারিদ্র্য কমিয়ে আনা।

এডাব কী? – এনজিওসমূহের এসোজিয়েশন।

সবচেয়ে বেশি দরিদ্র মানুষ অধ্যুষিত বিভাগ কোনটি? – রংপুর। (জেলা কুড়িগ্রাম ৬৩.৭%)

দরিদ্র হিসেবে গণ্য হয় কিভাবে? – দৈনিক আয় ১.২৫ ডলারের কম হলে।

দরিদ্র হিসেবে চিহ্নিত হয় কিভাবে? – দৈনিক ২,১২২ কিলোক্যালরির কম খাদ্য গ্রহণ করলে।

বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত? – ৩০.৭%। (নিম্ন দারিদ্র্যরেখায় ১৭.৬%; উচ্চ দারিদ্র্যরেখায় ৩১.৫%)

দেশের বৃহত্তম শান্তি নিবাস কোনটি? – টেপাখোলা শান্তি নিবাস।

আমওয়াইব (AMWAIB) কী? – এ্যাসোসিয়েশন অব মুসলিম ওয়েল ফেয়ার এজেন্সি ইন বাংলাদেশ। এটি বাংলাদেশে মুসলিম এনজিওসমূহের যৌথ সংস্থা।

পলিথিন কী? – পলিইথিলিন ফাইবার।

কবে বাংলাদেশে পলিথিন ব্যবহার শুরু হয়? – ১৯৮২-৮৩ অর্থ বছরে।

ঢাকায় পাতলা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হয়? – ২০০২ সালের ১ জানুয়ারি থেকে।

হেলেন কিলার ইন্টারন্যাশনাল (HK) একটি – এনজিও।

নেয়ার একটি – আমেরিকান এনজিও।

ইউসেফ একটি – এনজিও।

NGO-এর পূর্ণরূপ – Non-Government Organization


বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

কুমিল্ল বোর্ড (BARD) এর প্রতিষ্ঠাতা কে? – আখতার হামিদ খান (১৯৬৯ সালে)।

BARD এর পূর্ণ অভিব্যক্তি কী? – Bangladesh Academy for Rural Development.

ষাটের দশকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নাম কী ছিল? – কুমিল্লা জেলা সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি (CDIRDP)।

সত্তরের দশকে বিআরডিবি এর নাম কী ছিল? – সমন্বিতপল্লী উন্নয়ন কর্মসূচি (IRDP)।

বিআরডিবি কোন ব্যাংকের মাধ্যমে ঋণদান ও ঋণ গ্রহণ করে? – সোনালী ব্যাংক।

সামাজিক উন্নয়ন কর্মসূচি

(সুদমুক্ত ক্ষুদ্র ঋণ) 
সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশে প্রথম কবে চালু হয়? – ১৯৭৪ সালে।

সামাজিক উন্নয়ন কর্মসূচি কোন মন্ত্রণালয় বাস্তবায়ন করছে? – সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সামাজিক উন্নয়ন কর্মসূচি কোন বিভাগের কর্মসূচি? – সমাজসেবা অধিদফতর।

সামাজিক উন্নয়ন কর্মসূচি তথা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচির মূল লক্ষ্য কী? – দারিদ্র বিমোচন।

পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া

পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯ জুন, ১৯৭৪।

পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত? – বগুড়া জেলার শেরপুর উপজেলায়।

পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া সম্প্রতি কোন পুরস্কার লাভ করেছে? – স্বাধীনা পুরস্কার ২০০৪।

পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এ পর্যন্ত মোট কতটি গবেষণা কার্যক্রম সম্পন্ন করে? – ২৬২টি।

দেশের প্রথম জাতীয় বীজ মেলার আয়োজন করে কোন প্রতিষ্ঠান এবং কত সালে? – পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া, ১৯৯৪ সালে।

পল্লী সঞ্চয় ব্যাংক

জাতীয় সংসদে কবে পল্লী সঞ্চয় ব্যাংক বিল ২০১৪ পাশ হয়? – ২ জুলাই, ২০১৪।

পল্লী সঞ্চয় ব্যাংক কবে কার্যক্রম আরম্ভ করবে? – ৩০ জুন, ২০১৬।

পল্লী সঞ্চয় ব্যাংক কোন বিভাগের কর্মসূচী বাস্তবায়ন করবে? – বাংলাদেশ উন্নয়ন বোর্ড।

কী লক্ষ্য নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়? – দারিদ্র বিমোচন।
Post a Comment (0)
Previous Post Next Post