সাধারণ জ্ঞান : সংস্কার ও স্বাধিকার আন্দোলন

সংস্কার ও স্বাধিকার আন্দোলন

ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৮০০ সালে।

সরকারি ভাষা হিসেবে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সন থেকে? – ১৮৩৫ সাল।

‘ব্রাহ্ম সমাজের’ প্রতিষ্ঠাতা কে? – রাজা রামমোহন রায়।

রামমোহন রায় কত সালে ‘ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন? – ১৮২৮ সালে। [সূত্র : মাধ্যমিক ইতিহাস]

ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কাকে? – রাজা রামমোহন রায়কে।

‘আত্মীয় সভা’ নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন কে? – রাজা রামমোহন রায় (১৮২৫ সালে)।

কলকাতায় ‘বেদান্ত কলেজ’ প্রতিষ্ঠা করেন কে? – রাজা রামমোহন রায় (১৮২৫ সালে)।

সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য অবদান কোন কোন ক্ষেত্রে? – কৌলিন্য প্রথা উচ্ছেদকরণ, বাল্যবিবাহ, বহুবিবাহ ও সতীদাহ প্রথা বাতিলকরণ।

রামমোহন রায়কে ‘রাজা’ উপাধিতে অলংকৃত করেন কে? – দ্বিতীয় আকবর (১৮৩০ সালে)।

সতীদাহ প্রথা বাতিল করা হয় কবে? – ১৮২৯ সালে।

সতীদাহ প্রথা বাতিলকরণে অগ্রণী ভূমিকা পালন করেন কে? – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়? – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮৫৬ সালে)।

কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? – ১৮৫৭ সালে।

’মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠাতা কে? – নওয়াব আবদুল লতিফ।

নওয়াব আবদুল লতিফ কবে, কোথায় জন্মগ্রহণ করেন? – ১৮২৮ সালে, ফরিদপুরে।

’মোহামেডান লিটারেরী সোসাইটির’ প্রতিষ্ঠাতা কে? – নওয়াব আবদুল লতিফ।

কত সালে ‘মোহামেডান লিটারেরী সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়? – ১৮৬৩ সালে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ’সংস্কৃত কলেজের’ অধ্যক্ষ হন কবে? – ১৮৫১ সালে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেন? – মেদিনীপুর (পশ্চিমবঙ্গ)।

কোন কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা হয়? – হিন্দু কলেজকে।

আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? – স্যার সৈয়দ আহমদ।

সর্বপ্রথম পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন কে? – চৌধুরী রহমত আলী (১৯৩৩ সালে)।

মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম কী? – Central National Mohamedan Association

১৯৩৭ সালে প্রকাশিত মুসলমানদের বাংলা মুখপত্রটির নাম কী? – দৈনিক আজাদ।

মুসলমানদের পৃথম নির্বাচনের দাবি কোন আইন দ্বারা স্বীকৃত হয়? – মর্লি মিন্টো আইন (১৯০৯)।

কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন? – সৈয়দ মাহমুদ।

ভারত উপমহাদেশের কোন মনীষী প্রথম প্রিভি কাউন্সিল-এর সদস্য হন? – সৈয়দ আমীর আলী।

‘The Spirite of Islam’ -গ্রন্থটির রচয়িতা কে? – সৈয়দ আমীর আলী (১৯০৯ – ১৯২৮)।

উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়? – ১৮৫৭ সালে (ইষ্ট ইন্ডিয়া কোং অবসান ঘটে)।

’ইন্ডিয়ান এসোসিয়েশনের’ প্রতিষ্ঠাতা কে? – সুরেন্দ্রনাথ ব্যানার্জি।

সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? – ১৮৮৫ সালে।

সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? – এ্যালান অক্টোভিয়ান হিউম (তিনি অবসর প্রাপ্ত ইংরেজ সিভিলিয়ন)।

কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে? – উমেশ ব্যানার্জি।
Post a Comment (0)
Previous Post Next Post