মার্চের দিনগুলি

সাধারণ জ্ঞান : বঙ্গভঙ্গ / মুসলিম লীগ প্রতিষ্ঠা

বঙ্গভঙ্গ

বঙ্গভঙ্গ হয় কত সালে? – ১৯০৫ সালে।

বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক? – লর্ড কার্জন।

বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? – ১৯১১ সালে।

বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? – লর্ড ওয়েলেসলি।

বঙ্গবঙ্গ রদ করেন কোন ইংরেজ শাসক? – লর্ড হার্ডিঞ্জ।

‘পূর্ববঙ্গ ও আসাম’ নামক নতুন প্রদেশের রাজধানী ও আইন সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? – ঢাকায়।

‘পূর্ববঙ্গ ও আসাম’ প্রদেশে কোন ধর্মীয় সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? – মুসলমানরা।

বঙ্গভঙ্গ রদ অনুষ্ঠানে কে উপস্থিত ছিলেন? – রাজা পঞ্চম জর্জ।

বঙ্গভঙ্গ রদ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রাজা পঞ্চম জর্জের সম্মানে দিল্লীতে কী নির্মিত হয়? – গেটওয়ে অব ইন্ডিয়া।

কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে ‘পরো না রেশমী চুড়ি বঙ্গনারী’ গান গেয়ে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন? – চারণ কবি মুকুন্দ দাস (বরিশাল)।

বঙ্গভঙ্গের প্রতিবাদে ‘রাখী বন্ধন’ অনুষ্ঠান প্রচলন করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের সূত্রপাত ঘটে কখন? – ১৯০৮ সালে।

কোন আন্দোলনে অংশগ্রহণের মধ্যদিয়ে উপমহাদেশের নারীরা প্রথম সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করে? – স্বদেশী আন্দোলন।

বঙ্গভঙ্গকে কারা স্বাগত জানায়? – মুসলমানরা (মুসলিম লীগ)।

বঙ্গভঙ্গের বিরুদ্ধে কারা অবস্থান নেয়? – হিন্দুরা (কংগ্রেস)।

বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ রবীন্দ্রনাথের এই গানটি কবিতা আকারে কখন রচিত হয়? – বঙ্গভঙ্গের সময় (১৯০৫)।

রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদে ইংরেজ সরকার প্রদত্ত ‘নাইট’ উপাধি ত্যাগ করেন? – জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৯১৩ সালে)।

কংগ্রেস ও নিখিল ভারত মুসলীম লীগের (হিন্দু-মুসলিম) সম্প্রীতি চুক্তি হিসেবে খ্যাত কোনটি? – লক্ষ্মৌ চুক্তি (১৯১৬ সাল)।

অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক কে? – মহাত্মা গান্ধী।

মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কী? – করমচাঁদ মোহনদাস গান্ধী।

মহাত্মা গান্ধী কবে ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন? – ১৯১৭ সালে।

অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে? – মহাত্মা গান্ধী।

মুসলিম লীগ প্রতিষ্ঠা 

মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? – ১৯০৬ সালে।

মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? – নবাব সলিমুল্লাহ।

মুসলিম লীগের প্রকৃত নাম কী ছিল? – নিখিল ভারত মুসলিম লীগ।

উপমহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরির জন্যে কবে কোন কমিশন গঠিত হয়? – ১৯০৭ সালে, সাইমন কমিশন।

ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ কবে পাশ হয়? – ১৯৩৫ সালে।

ঋণ সালিসী আইন প্রবর্তন করেন কে? – এ. কে. ফজলুল হক।

ভারত উপমহাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? – ১৯৩৭ সালে।

১৯৩৭ সালের নির্বাচনে কোন দল সরকার গঠন করেন? – এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি।

কৃষক প্রজা পার্টি গঠিত হয় কবে? – ১৯৩৭ সালে।

অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন কে? – এ কে ফজলুল হক।

‘দ্বি-জাতি তত্ত্বের’ প্রবক্তা কে? – মোহাম্মাদ আলী জিন্নাহ।

‘দ্বি-জাতি তত্ত্ব’ কত সালে ঘোষণা করা হয়? – ১৯৩৯ সালে।

‘লাহোর প্রস্তাব’ ঘোষণা করা হয় কত সালে? – ১৯৪০ সালের ২৩ মার্চ। (উত্থাপন করেন – এ কে ফজলুল হক।)

‘লাহোর প্রস্তাব’ অধিবেশনের সভাপতি কে ছিলেন? – মোহাম্মদ আলী জিন্নাহ।

সন্ত্রাসী কর্মকাণ্ডে কাকে ফাঁসী দেওয়া হয়? – ক্ষুদিরামকে।

মাস্টারদা সূর্যসেন কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন? – ১৮ এপ্রিল ১৯৩০ সালে।

বিপ্লবী ‘প্রীতিলতা ওয়াদ্দেদার’ কিসের সাথে জড়িত ছিলেন? – ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে (সূর্যসেনের সহকর্মী)।

কলিকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় কবে? – প্রত্যক্ষ সংগ্রাম দিবসে অর্থাৎ ১৬ আগস্ট ১৯৪৬ সালে।

ব্রিটিশ সরকার ভারতীয়দের নিকট শাসন ক্ষমতা হস্তান্তরের জন্য লর্ড ওয়াভেলের স্থলে কাকে পাঠান? – লর্ড মাউন্ট ব্যাটেনকে। তিনিই ভারতে শেষ বড়লাট।

ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? – সোসেন শহীদ সোহরাওয়ার্দী।

ভারত-পাকিস্তান বিভক্ত করে কোন কমিশন? – র‌্যাডক্লিফ কমিশন।

কত সালে ‘ভারত স্বাধীন আইন’ পাস করা হয়? – ১৮ জুলাই ১৯৪৭ সালে।

স্বাধীন সার্বভৌম পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? – ১৪ আগস্ট, ১৯৪৭ সালে।

স্বাধীন সার্বভৌম ভারত রাষ্ট্রের জন্ম হয় কবে? – ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।

ভারত-পাকিস্তান বিভক্তের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? – লর্ড মাউন্ট ব্যাটেন।

১৪ আগস্ট ১৯৪৭ সালে পাকিস্তানের কাছে ব্রিটিশরা কোথায় ক্ষমতা হস্তান্তর করে? – পাকিস্তানের করাচীতে।

১৫ আগস্ট ১৯৪৭ সালে ভারতের কাছে ব্রিটিশরা কোথায় ক্ষমতা হস্তান্তর করে? – ভারতের দিল্লিতে।
Post a Comment (0)
Previous Post Next Post