মার্চের দিনগুলি

এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন - ক, খ, গ, ঘ, চ, ছ


কখনো মৃত্যু হয় না যার – অমর
কচি ঘাসে ঢাকা জমি – শাদ্বল
কথায় পটু – বাগীশ
কথায় কথায় যে কাঁদে – ছিচকাঁদুনে
কথায় যা প্রকাশ করা যায় না – অনির্বচনীয়
কনুই থেকে কবজি পর্যন্ত – রত্নি
কন্যার পুত্র – দৌহিত্র
কর্ণ পর্যন্ত – আকর্ণ
কণ্ঠ পর্যন্ত – আকণ্ঠ
করার যোগ্য – করণীয়
কর দিতে হয় না যে জমির – নিষ্কর
কোথাও উঁচু কোথাও নিচু – বন্ধুর
ক্রমাগত দুলছে এমন – দোদুল্যমান
ক্রমশ নিচু – নাবাল
কর্মে চারণ করে যে – কর্মচারী
কল্যাণ কামনায় উচ্চারণ – আশীর্বাদ
কষ্ট সহ্য করতে পারে যে – দুর্নিবার
কাঁচের তৈরি ঘর – শিশমহল
কূলের যোগ্য – অনুকূল
কোথাও হতে ভয় নেই যার – অকুতোভয়
কষ্টে উচ্চারণ করতে হয় যা – দুরুচ্চার্য
কার্য যার সম্পূর্ণ হয়েছে – কৃতকার্য
কিছু নেই যার – নিঃস্ব
কুবেরের ধন রক্ষক – যক্ষ
কুৎসিত আকার যার – কদাকার
কুম্ভ করে যে – কুম্ভকার
কৃষি মাতা যে দেশের – কৃষিমাতৃক
কৃষি যার জীবিকা – কৃষিজীবী
কৃত্রিম জলাশয় – পুষ্করিণী
কৃষ্ণপক্ষের শেষ তিথি – অমাবস্যা
কমুদশোভিত পুষ্করিণী – কৌমুদিনী
কেবল এক বিষয়ে চিত্ত যার – একাগ্রচিত্ত
কেবল তাই – তন্মাত্র
কোকিলের ডাক – তন্মাত্র
কোনো উপকারে আসে না যে গাছ – আগাছা
কোনো কিছু থেকেই যে ভীত নয় – অকুতোভয়
কোনো কিছু পাবার ইচ্ছা – লিপ্সা
কোনো কিছুর চারদিকে আবর্তন – প্রদক্ষিণ
কোনো বিষয়ে নতুন পথ নির্দেশ করে যে – পথিকৃৎ
ক্ষণস্থায়ী প্রভা যার – ক্ষণপ্রভা
ক্ষণে ক্ষণে যার খেয়াল বদলায় – খামখেয়ালী
ক্ষয়প্রাপ্ত হচ্ছে যা – ক্ষীয়মান
ক্ষমা পাওয়ার যোগ্য – ক্ষমার্হ
ক্ষুদ্র নাটক – নাটিকা
ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম – পঞ্চভূত
কাতর না হয়ে – অকাতরে
কোথাও নত কোথাও উন্নত – নতোন্নত
কোকিলের ডাক – কুহু
কর্মে অতিশয় দক্ষ – কর্মঠ
কর্মে অতিশয় কুশল – কর্মকুশল
কর্মে যার ক্লান্তি নেই – অক্লান্তকর্মী
কামনা দূর হয়েছে যার – বীতকাম
ক্রমশই বর্ধিত হচ্ছে যা – ক্রমবর্ধমান
কি করতে হবে তা যে বুঝতে পারে না – কিংকর্তব্যবিমূঢ়
কেউ জানতে না পারে এই রূপ ভাবে – অজ্ঞাতসারে
ক্রমকে বজায় রেখে – যথাক্রমে, ক্রমান্বয়ে
ক্রমে এসেছে – ক্রমাগত
কলাজ্ঞান আছে যার – কলাবিদ


খাজনা আদায় করে যে – খাজাঞ্চি
খুব শীত নয় খুব গরমও নয় – নাতিশীতোষ্ণ
খাওয়ার উপযুক্ত – খাদ্য
খেয়া পার করে যে – পাটনী
খোশ (আনন্দে পূর্ণ) মেজাজ যার – খোশমেজাজী
খাওয়ার ইচ্ছা – ক্ষুধা
খাওয়ার জন্য যে খরচ – খাই খরচ
খেলায় দক্ষ যিনি – খেলোয়াড়
খ্যাতি আছে যার – খ্যাতিমান


গজের মুখের মত মুখ যার – গজানন
গণনার যোগ্য নয় যা – নগণ্য
গবাদি পশুর পাল – বাথান
গভীর জ্ঞান – প্রজ্ঞা
গম্ভীর ধ্বনি – বুক্কন
গমন করতে পারে যে – জঙ্গম
গমন করে না যে – নগ
গলায় গলায় যে ভাব – গলাগলি
গ্রন্থাদির টীকা – দীপিকা
গ্রন্থের সংকলক ও পরিমার্জন – সম্পাদক
গিরির ঈশ – গিরিশ
গিরিরাজের কন্যা – গিরিজা
গুরুগৃহে বাস করে যে – অন্তেবাসী
গুরুর পত্নী – গুর্বী
গুরুর ভাব – গরিমা
গৃহের প্রধান প্রবেশদ্বার – দেড়লি
গোচরে নয় যা – আগোচরে
গোপন করতে ইচ্ছুক – জুগুপ্সু
গোপনে অবস্থান – অজ্ঞাতবাস
গোপনে সংবাদ সংগ্রহকারী – গুপ্তচর
গরুর পা থেকে ধূলো ওড়ে যখন – গোধূলি
গরুর ডাক – হাম্বা
গরুর মুখের মতো মুখ – গোমুখ
গোয়ালার মেয়ে – গোপী
গৌরবের সঙ্গে বর্তমান – সগৌরব
গ্রীবা যার সুন্দর – সুগ্রীব
গোলাপের মতো রঙ যার – গোলাপী
গভীর রাত্রি – নিশীথ
গাধার ডাক – রাসভ
গৃহিণীর কাজ – গিন্নীপনা


ঘটনার বিবরণ দান – প্রতিবেদন
ঘরের অভাব যার – হা-ঘরে
ঘরের দিকে মুখ যার – ঘরমুখো
ঘাম ঝরে পড়ছে এমন – গলদঘর্ম
ঘুমাচ্ছে এমন – ঘুমন্ত
ঘুরছে যা – ঘূর্ণায়মান
ঘৃণার উদ্রেক করে যা – ঘৃণাকর
ঘোড়ার বল্গা – লাগাম
ঘোড়া রাখার জায়গা – আস্তাবল
ঘৃণার গোগ্য – ঘৃণ্য, ঘৃণার্হ
ঘরে পালিত যে জামাই – ঘরজামাই
ঘর নেই যার – হা-ঘর
ঘুমিয়ে আছে যা – সুপ্ত


চট করে মেজাজ খারাপ করেন যিনি – বদমেজাজী
চতুর্দশপদী কবিতা – সনেট
চুতর্দিকে প্রচার – সম্প্রচার
চলছে এমন ছবি – চলচ্চিত্র
চক্ষু লজ্জা নেই যার – চশমখোর
চক্ষুর নিমেষকাল – পলক
চর্বিত খাদ্যের পুনরায় চর্বণ – জাবর
চার রাস্তার মিলন স্থল – চৌরাস্তা
চার পা বিশিষ্ট – চৌপায়া
চামড়ার কাজ বৃত্তি যার – চর্মকার
চৌত্রিশ অক্ষরের স্তব – চৌতিশা
চোখের জল – অশ্রু
চোখ সুন্দর যে নারীর – সুনয়না
চুষে খেতে হয় এমন – চোষ্য
চিরকাল মনে রাখার যোগ্য – চিরস্মরণীয়
চিবিয়ে খেতে হয় যা – চর্ব্য
চক্ষুর সম্মুখে – প্রত্যক্ষ
চক্ষুর আড়ালে – পরোক্ষ
চন্দ্র চূড়াতে যায় – চন্দ্রচূড়
চাঁদের মতন – চাঁদপানা
চর্বণ করে খাওয়া যায় যা – চর্ব্য
চিরস্থায়ী নয় যা – নশ্বর
চিরকালব্যাপী স্থায়ী – চিরস্থায়ী
চেষ্টা নেই যার – নিশ্চেষ্ট


ছয় মাস অন্তর – ষান্মাসিক
ছল করে কান্না – মায়াকান্না
ছিন্ন বস্ত্র – চীর
ছেদনের যোগ্য – ছেদ্য
ছোট গীতি কবিতা – গীতিকা
ছেলে ধরে যে – ছেলেধরা
ছায়া প্রধান তরু – ছায়াতরু
ছলপূর্ণ উক্তি – ব্যাঙ্গোক্তি

বর্ণ অনুসারে পরবর্তী গুলো পাওয়ার জন্য নিচে ক্লিক করুন -
 -  -  -  -  -  -  -  -  -  - 
 - খ - গ - ঘ - চ - ছ -  -  -  -  - 
 -  -  -  -  -  -  -  -  -  - 
 -  -  -  -  -  - 

1 Comments

Post a Comment
Previous Post Next Post