ভাবসম্প্রসারণ : জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

Published: 24-Jun-2018 | 04:06:00 PM

Last Updated: 29-May-2025 | 07:17:28 AM

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

মূলভাব : জ্ঞান না থাকলে বুদ্ধি আসে না আর বুদ্ধি ছাড়া মুক্তি আসতে পারে না।

সম্প্রসারিত-ভাব : মানুষের জ্ঞান তার সবচেয়ে মূল্যবান সম্পদ। মানুষের এ সম্পদের কোন বিনাশ নেই। এ সম্পদ মানুষকে বুদ্ধির গভীরে প্রবেশের পথ খুলে দেয় এবং তখন মানুষ অতি সহজেই তার মুক্তির পথ খুঁজে নিতে পারে। বলা হয় , জ্ঞানহীন মানুষ পশুর সমান । পশুর সাথে মানুষের পার্থক্য হল মানুষের বুদ্ধি ও বিবেক আছে আর পশুর বুদ্ধি ও বিবেক নেই। জ্ঞানহীন মানুষের বুদ্ধিবৃত্তিগুলো সঠিকভাবে বিকশিত হয় না। আর হয় না বলেই সে আপনার ভালোমন্দ, ন্যায় অন্যায় সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে না। জ্ঞান আর বুদ্ধির এ সীমাবদ্ধতাহেতু তাকে প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, জ্ঞানবান ব্যক্তি তার যুক্তির নিরিখে অনেক কঠিন বিষয়কেও নিজের জন্য এবং অপরের জন্য সহজতর করে ধরে তুলতে পারেন। এ কথাটি ব্যক্তির জীবনে যেমন সত্য, তেমনি জাতির জীবনেও সত্য। কোন জাতির লোকেরা যদি জ্ঞানের চর্চা না করে তাহলে সে জাতি কোন দিন উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। জাতীয় জীবনে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ না পেলে মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটানোর সুযোগ সীমিত হয়ে আসে। তখন অনেক মেধার অপচয় হয়। কোন জাতি যখন মেধার এ অপচয় রোধ করে জ্ঞান ও মেধার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে, তখন সে জাতির মুক্তি ও উন্নতি নিশ্চিত। অন্যথায় তাদের পিছিয়ে পড়া ছাড়া কোন পথ নেই। তাছাড়া পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালেও আমরা এর সত্যতা দেখতে পাই।

তাই জাতীয় মুক্তি ও অগ্রগতির পূর্বশর্ত জনগণের বুদ্ধিবৃত্তিকে বিকাশ। এর জন্য চাই জ্ঞানের চর্চা ও গুণীর কদর। এটা যত ব্যাপক হবে জাতীয় মুক্তি ও অগ্রগতিও ততই ত্বরান্বিত হবে।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (9)

Guest 03-Feb-2024 | 04:35:35 PM

🤍

Guest 09-Sep-2023 | 02:39:42 PM

এটা পড়ে অন্য অন্য বইয়ের তুলনায় অনেক সহজ লাগলো,,,, ধন্যবাদ 💚

Guest 19-Aug-2023 | 02:50:19 PM

কালকে আমার পরীক্ষা আজকে আমি দেখছি,,, এসেছি কমন পাবো তো?

Guest 31-May-2023 | 01:17:36 AM

beche thako baxan

Guest 22-Feb-2023 | 06:31:58 PM

অনেক অনেক ধন্যবাদ

Guest 12-Nov-2019 | 02:09:20 PM

আমার বইতে খুঁজে পাইনাই এখানে পেয়ে আমি খুশি আপনাকে ধন্যবাদ 7 দিন পড় আমার HSC TEST EXAM দোয়া করবেন ।

Guest 09-Nov-2019 | 02:41:41 AM

ধন্যবাদ।এখানে এটা পেয়ে খুব ভাল লাগল।

Guest 05-Nov-2019 | 06:48:14 PM

ধন্যবাদ.. আমি ২টা বইয়ে খুঁজে পেলাম না.এখনে পেয়ে আমি নিবিড় উপকৃত হলাম😍😍

Guest 28-Sep-2018 | 01:40:58 PM

Thanks for uploading this.... I had been searching for this. Thank you.