ভাবসম্প্রসারণ : ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না

মূলভাব : যেকোনো কাজ করার আগে আমাদের ভাবে কাজটা করতে হবে। তাছাড়া যে পরিণতি ভালো নাও হতে পারে। 

সম্প্রসারিত ভাব : যেকোনও সিদ্ধান্ত নেয়ার আগে বিচলিত হওয়া যাবে না। বিষয়টির ভালো ও খারাপ দিক বিবেচনা করে মানভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। যে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছেন, সেটার পূর্ণ বিবরণ লিখে তার ভালো ও খারাপ দিকগুলো সম্পর্কে ভেবে এক এক করে লিখে ফেলতে হবে। মনে রাখতে হবে, ভালো ও খারাপ দিকের বিবেচনায় প্রায়োরিটিকে স্থান দিতে হবে সবার আগে। এভাবে তালিকা তৈরিতে চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে, সিদ্ধান্তের পক্ষে যাওয়া ঠিক হবে কিনা। যখন কোনও একটি বিষয়ে সিদ্ধান্ত নেবেন ঠিক তার আগে নিজেকে পর্যাপ্ত সময় দিন। ভাবুন, ভালো-মন্দ নিজে থেকে বিচার করুন। মনে রাখতে হবে, সময় সবকিছুর হিসাব পাল্টে দেয়। তাই এখন আপনার কাছে যেটা সঠিক মনে হচ্ছে সময়ের ব্যবধানে সেটা ভুলও মনে হতে পারে। অতএব সিদ্ধান্ত নেয়ার আগে সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। 

সিদ্ধান্ত : সুতরাং যে কোন কাজ করার আগে আমাদেরকে ভেবে কাজ করতে হবে। তাই বলা যায় যে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা।
Post a Comment (0)
Previous Post Next Post