Lesson # 2 - Online Bijoy Bangla Typing Tutorial / অনলাইন বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

কি-বোর্ডে ঙ্গুল বসানোর নিয়ম

নিচের চিত্রের মত বাম হাতের কনিষ্ঠা - অনামিকা - মধ্যমা - তর্জনি যথাক্রমে A - S - D - F এবং ডান হাতের কনিষ্ঠা - অনামিকা - মধ্যমা - তর্জনি যথাক্রমে ; - L - K - J এর উপর বসবে। মাঝের G ও H খালি থাকবে। দুই হাতের বৃদ্ধা ঙ্গুল কিবোর্ডের বড় বটন Space এর উপর থাকবে। Space চাপার সময় যে হাতের বৃদ্ধা ঙ্গুলিতে সুবিধা হয় সেই হাতেই প্রেস করতে হবে।

Bijoy Standart hand setting on keyboard

উপরে উল্লেখিত অবস্থায় হাত কিবোর্ডে রাখাকে আমরা শিখার সুবিধার্থে Home Key বলবো। মনে রাখতে হবে অন্যান্য বাটন গুলোতে চাপ দেয়ার পর প্রতিবারই আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে। মোট কথা স্বাবাবিক অবস্থায় ঙ্গুল Home Key-তেই থাকবে অর্থাৎ কিবোর্ডে হাত রাখা মাত্রই Home Key গুলোতেই হাত রাখতে হবে।

1 تعليقات

  1. বাংলা সাহিত্যের যুগ সম্পর্কে ঐতিহাসিক দের মতামত

    ردحذف
إرسال تعليق
أحدث أقدم