NID Card নিয়ে কিছু কথা

বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র বা National Identification Card অবশ্যই ভোটার ID কার্ড নয়। বাংলাদেশ নির্বাচন কমিশন শুধু জাতীয় পরিচয় পত্রের ডেটাবেস ব্যবহার করেন ভোট গ্রহণের ক্ষেত্রে। কারণ একজন বাংলাদেশের নাগরিক ভোটার NID কার্ড পায় ১৮ বছর বয়সে এবং একজন নাগরিক ভোটও দিতে পারে ১৮ বছর বয়স থেকে। তাই তাই ভোট দানের ক্ষেত্রে সহজেই জাতিয় পরিচয় পত্রের ডেটা বেস ব্যবহার করা যায়।

জাতীয় পরিচয় পত্রের প্রথম ডেটা বেস তৈরি করার সময় আমিও কাজ করেছি। প্রায় তিন মাস চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কাজ করেছি। খুবই স্মরণীয় কিছু দিন কাটিয়েছিলাম সেই সময়। নিজেকে এই মিশনের একজন সদস্য ভেবে খুবই ভালো লাগে। তাই NID কিছু বর্তমান সময়েরগুরুত্ব পূর্ণ তথ্য আমি শেয়ার করছি, হয়তো কারো কাজে লাগবে।

আমরা জানি আগে NID হালকা কাগজে প্রিন্ট করে লেমিনেটিং করা NID বিতরণ করা হয়েছিলো। কারণ তখন দ্রুত NID দেয়াটাই ছিলো মূল উদ্দেশ্য। এবং তখনই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো যে পরবর্তীতে এই NID কার্ড উন্নত প্রযুক্তির মেশিন রিডএবল করা হবে। এবং তা  করা হয়েছেও।

Sribas Ch Das
পুরাতন NID ও নতুন NID’র পার্থক্য

উপরের চিত্রে দেখতেই পাচ্ছেন নতুন ও পুরাতন NID’র মধ্যে পার্থক্য। ২০১৬ সালের পহেলা অক্টোবর থেকে এই নতুন স্মার্ট কার্ড প্রদান কাজ শরু হয়। পর্যায়ক্রমে দেশের প্রতিটি অঞ্চলে এই বিতরণ কাজ চলছে। যেকোনো মোবাইলে SMS এর মধ্যমেই জানা যাচ্ছে কখন কোথায় স্মার্ট কার্ড প্রদান করা হবে। SMS এর মাধ্যমে জানার নিয়মটি হলো-

SC<Space>NID<Space>17 Digit Old NID Number
Send to 105

যাদের পুরাতন NID কার্ডে ১৩ টি নম্বর তারা তারা ঐ ১৩টি নম্বরের শুরুতে জন্ম সাল যুক্ত করে নিতে হবে। যেমন আমার জন্ম সাল ১৯৮৯। আমার NID কার্ডের নাম্বার ১৩টি (মনে করি নম্বরটি 9876543219876)। এখন আমাকে ১৭ ডিজিট করার জন্য শুরুতে আমার জন্ম সাল যুক্ত করতে হবে। অর্থাৎ SMS করতে হবে এই ভাবে-

SC NID 19899876543219876
Send to 105

কিন্তু যারা এখনো NID কার্ড পায় নি এবং তারা যদি NID কার্ডের জন্য আবেদন করে থাকেন, তবে তারাও কাছে তো পুরাতন NID কার্ড থাকা সম্ভব নয়। তাহলে তারা কি করে SMS এর মাধ্যমে জানবে যে কবে কখন NID কার্ড দেয়া হবে। হ্যাঁ তাদের জন্যই SMS এর মাধ্যমে তথ্য জানার সুযোগ আছে। তারা SMS করবে এই ভবো-

SC<Space>F<Space>xxxxxxx<Space>D yyyy-mm-dd
Send to 105

যেমন ধরুন, আমার NID কার্ড নাই। আমি আবেদন করেছি, তাহলে নিশ্চয় আবেদনের সময় আমাকে একটা স্লিপ দেয়া হয়েছিলো। মনে করে আমার স্লিপের নম্বর 9876543 এবং আমার জন্ম তারিখ ১৯৮৯ সালের জানুয়ারির ২৬ তরিখ। তাহলে আমাকে SMS করতে হবে এই ভবে-

SC F 9876543 D 1989-01-26
Send to 105

যারা এত জামেলা করতে চান না তারা সরাসরি এখানে ক্লিক করে এই ওয়েবসইট থেকে NID কার্ড বিতরণ তথ্য দেখতে পারবেন।

1 Comments

  1. স্লিপ নাম্বার দিয়ে surch দিলে ২ ধরনের ID Number আসে। এখন আমি কেমনে বুঝবো যে এটা আমার ID Number?

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post