গণিত : ৯ম-১০ম শ্রেণি : অধ্যায় ৩.৫ : বাস্তব সমস্যা : সমাধান - PDF
| History | 💤 Page Views |
|---|---|
|
Published 16-Jul-2025 | 03:34 AM |
Total View 428 |
|
Last Updated 31-Dec-2025 | 07:54 PM |
Today View 0 |
বীজগাণিতিক রাশি (৩.৫)
২ $\frac12\{(a+b)^2-(a-b)^2\}$ এর মান নিচের কোনটি?
(ক) $2(a^2+b^2)$
(খ) $a^2+b^2$
(গ) $2ab$
(ঘ) $4ab$
৪ $p^4+p^2+1$ এর উৎপাদকে বিশ্লেষায়িত রূপ নিচের কোনটি?
(ক) $(p^2-p+1)(p^2+p-1)$
(খ) $(p^2-p-1)(p^2+p+1)$
(গ) $(p^2+p+1)(p^2+p+1)$
(ঘ) $(p^2+p+1)(p^2-p+1)$
৫ যদি $x=2-\sqrt3$ হয়, তবে $x^2$ এর মান কত?
(ক) $1$
(খ) $7-4\sqrt3$
(গ) $2+\sqrt3$
(ঘ) $\frac{1}{2-\sqrt3}$
৬ $f(x)=x^2-5x+6$ এবং $f(x)=0$ হলে $x^2$ এর মান কত?
(ক) $2$, $3$
(খ) $-5$, $1$
(গ) $-2$, $3$
(ঘ) $1$, $-5$
৭ $9x^2+16y^2$ এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?
(ক) $6xy$
(খ) $12xy$
(গ) $24xy$
(ঘ) $144xy$
$x^4-x^2+1=0$ হলে নিচের ৮-১০ নং প্রশ্নের উত্তর দাও।
১১ $a^2+b^2=9$ এবং $ab=3$ হলে
($i$) $(a-b)^2=3$
($ii$) $(a+b)^2=15$
($iii$) $a^2+b^2+a^2b^2=18$
নিচের কোনটি সঠিক?
(ক) $i$, $ii$
(খ) $i$, $iii$
(গ) $ii$, $iii$
(ঘ) $i$, $ii$ ও $iii$
($i$) $(a-b)^2=a^2+b^2-2ab$$=9-2\times3=9-6$$=3$
($ii$) $(a+b)^2=a^2+b^2+2ab$$=9+2\times3=9+6$$=15$
($iii$) $a^2+b^2+a^2b^2=9+3^2=9+9=18$
১২ $3a^5-6a^4+3a+14$ একটি বীজগাণিতিক রাশি হলে-
($i$) রাশিটির চলক $a$
($ii$) রাশিটির মাত্রা $5$
($iii$) $a^4$ এর সহগ $6$
নিচের কোনটি সঠিক?
(ক) $i$, $ii$
(খ) $i$, $iii$
(গ) $ii$, $iii$
(ঘ) $i$, $ii$ ও $iii$
আমরা জানি, বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলোকে চলক বলা হয়। সুতরাং $3a^5-6a^4+3a+14$ রাশিটিতে চলক $a$; অর্থাৎ ($i$) নং তথ্যটি সঠিক।
অথবা, কোনো বীজগাণিতিক রাশির সর্বোচ্চ ঘাতের মানকে ঐ রাশির মাত্রা বলা হয়। প্রদত্ত রাশিটির সর্বোচ্চ ঘাত $5$। সুতরাং রাশিটির মাত্রা $5$। অর্থাৎ ($ii$) নং তথ্যটি সঠিক।
আবার, বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত কোনো চলকের সাথে যে সংখ্যা বা রাশি গুণ আকারে থাকে, তাকে চলকের সহগ বলে। প্রদত্ত রাশিটিতে $a^4$ এর সহগ $-6$। অর্থাৎ ($iii$) নং তথ্যটি সঠিক নয়।
$\therefore$ সুতরাং অপশন (ক) $i$, $ii$ সঠিক। ১৩ $p^3-\frac{1}{64}$ এর উৎপাদক-
($i$) $p-\frac14$
($ii$) $p^2+\frac p4+\frac18$
($iii$) $p^2+\frac p4 + \frac{1}{16}$
নিচের কোনটি সঠিক?
(ক) $i$, $ii$
(খ) $i$, $iii$
(গ) $ii$, $iii$
(ঘ) $i$, $ii$ ও $iii$
২৪ একটি কলম $11$ টাকায় বিক্রয় করলে $10\%$ লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
২৯ শতকরা বার্ষিক $5\%$ হার সরল মুনাফায় কত টাকা $13$ বছরে সবৃদ্ধিমূল $990$ টাকা হবে?
৩০ শতকরা বার্ষিক $5$ টাকা হার মুনাফায় কত টাকা $12$ বছরে সবৃদ্ধিমূল $1280$ টাকা হবে?
৩১ $5\%$ হার মুনাফায় $8000$ টাকার $3$ বছরে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
৩৩ কোনো সংখ্যা ও ঐ সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি $3$
Leave a Comment (Text or Voice)
Comments (0)