ছড়া/কবিতা : স্বাধীনতার সুখ – রজনীকান্ত সেন
| History | 📡 Page Views |
|---|---|
| Published 23-Oct-2024 | 10:00:00 AM |
Total View 316 |
| Last Updated 23-Oct-2024 | 10:00:00 AM |
Today View 0 |
স্বাধীনতার সুখ
– রজনীকান্ত সেন
বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”
বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

Leave a Comment (Text or Voice)
Comments (0)