Amplification : Out of sight, out of mind

Amplification


Out of sight, out of mind.

চোখের আড়াল তো মনেরও আড়াল।

কাছে থাকলে পোড়ে মন, দূরে গেলে ঠনঠন।


Main idea : We soon forget people or things that are no longer visited or close to us. We usually don't think of things that we can't see.

Amplification : Man needs company of others. He loves, lives, and shares his views and communes with his near and dear ones. He makes a circle of his own. If he has to go to a new place, he needs to mix with new people in new environment. He starts at new life there. Sometimes we have to leave others for necessity. Our hearts get broken when we have to detach from our dear ones. But their memories remain vivid in our minds. We don't want to forget these. But as time passes, the memories of our dear ones gradually become indistinct in our minds. We slowly forget these. A time comes when we are totally oblivious of these. In fact, people care most for the present, they rarely think about the past. In fact, when we can't see someone or something, we usually forget it.

বঙ্গানুবাদ

মূলভাব : আমরা শিঘ্রই সেসব লোক বা জিনিসকে ভুলে যাই যা আমরা দীর্ঘদিন পরিদর্শন বা সান্নিধ্য লাভ করি না। আমরা সচরাচর ঐ জিনিস নিয়ে ভাবি না যা আমরা দেখতে পাই না।

ভাবসম্প্রসারণ : মানুষের অপরের সঙ্গ দরকার। সে ভালোবাসে, বেঁচে থাকে এবং তার একান্ত আপনজনদের সাথে তার ধারণা ও ভাববিনিময় নিয়ে অংশগ্রহণ করে। সে তার নিজস্ব একটি পরিমণ্ডল তৈরি করে। যদি সে নতুন স্থানে যায়, তখন তাকে নতুন পরিবেশে নতুন নতুন মানুষের সাথে মেশা দরকার। সে সেখানে একটি নতুন জীবন শুরু করে। অনেক সময় প্রয়োজনে আমাদের অন্যদের পরিত্যাগ করতে হয়। যখন আমরা আমাদের প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হই, তখন আমাদের হৃদয় ভেঙে যায়। কিন্তু তাদের স্মৃতি আমাদের হৃদয়ে জুলজুল করে। আমরা তাদের ভুলতে চাই না। কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের প্রিয়জনদের স্মৃতি আমাদের মন থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়। আমরা ধীরে ধীরে ঐগুলো ভুলে যাই। একটা সময় আসে- যখন আমরা সম্পূর্ণভাবে এগুলো বিস্তৃত হয়ে যাই। বস্তুত মানুষ অধিকাংশ বর্তমানকে যত্ন নেয়, তারা কদাচিৎ অতীত সম্বন্ধে ভাবে। মূলত যখন কাউকে বা কোনো কিছু দেখতে পাই না, আমরা সচরাচর তা ভুলে যাই।

1 Comments

Post a Comment
Previous Post Next Post