Poem : September 1, 1939 - W. H. Auden

Write down the theme of the following poem (Not more than 50 words)

September 1, 1939
W. H. Auden

I sit on one of the dives
On Fifty-second Street
Uncertain and afraid
As the clever hopes expire.
Of a low dishonest decade ;
Waves of anger and fear
Circulate over the bright
And darkened lands of the earth,
Obsessing our private lives;
The unmentionable odour of death
Offends the September night.

বায়ান্ন নম্বর স্ট্রিটের
এক পানশালায় বসে আছি
অনিশ্চিত, ভীত সন্ত্রস্ত
সুচতুর আশাগুলোর মেয়াদ ফুরিয়ে যাচ্ছে।
জঘন্য অসৎ দশকের
ক্রোধ ও আতঙ্কের ঢেউ
ঘুরছে উজ্জ্বল ভবিষ্যতের উপর
এবং ধরিত্রীকে ঢাকছে আঁধারে
আমাদের ব্যক্তি জীবনকে আবেশিত করছে;
মৃত্যুর অনুল্লেখযোগ্য গন্ধ
সেপ্টেম্বরের রাতকে ঘিরে আছে।

The Theme : The poet is worshipper of love and peace as her hates war. He hopes for harmony everywhere in the world. At the news of imminent war his soul is tormented. He dreams a bad dream of uncertainty, fear, anger, private lives obsessed all over the world before the very outset of unexpected war of 1 September 1939.

(কবি প্রেম ও শান্তির পূজারী কারণ তিনি যুদ্ধকে ঘৃণা করেন। তিনি বিশ্বের সর্বত্র সৌহার্দ/সম্প্রীতির প্রত্যাশা করেন। অত্যান্ন যুদ্ধের খবর তাঁর আত্মা কষ্ট পায়। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বরের অপ্রত্যাশিত যুদ্ধের শুরু হওয়ার পূর্বে তিনি অনিশ্চয়তা, ভয়, ক্রোধ/রাগ এবং বিশ্বব্যাপী ব্যক্তি জীবন সন্ত্রস্ত হয়ে পড়ার দুঃস্বপ্ন দেখেন।)



Post a Comment (0)
Previous Post Next Post