Poem : Health and Wealth - Tracey Pierce

Write down the theme of the following poem (Not more than 50 words)

Health and Wealth
Tracey Pierce

We squander health in search of wealth;
We scheme and toll, and save,
Then squander wealth in search of health;
And all we get is the grave;
We live and boast of what we own;
We die … and only get a stone.

আমরা শরীর নষ্ট করি সম্পদের খোঁজে
আমরা পরিকল্পনা করি, পরিশ্রম করি আর করি সঞ্চয়;
তারপর সম্পদ নষ্ট করি স্বস্থ্যের খোঁজে,
এবং আমরা যা পাই তা সমাধি,
আমরা বাঁচি এবং আমাদের যা আছে তা নিয়ে গর্ব করি,
আমরা মরে যাই এবং পাই কেবল সমাধিসৌধ।

The Theme : The main theme of the poem is the ‘transience of health and wealth’. The poet suggests that both health and wealth are temporary. The poet also suggests that our permanent abode is our grave. So, we should not spoil our health for wealth or vice versa. Rather, we should do something humane that will bring us heavenly happiness.

(কবিতাটির মূল ভাব হচ্ছে ‘স্বাস্থ্য ও সম্পদের নশ্বরতা’ বিষয়ে। কবি বলেন যে স্বাস্থ্য এবং সম্পদ উভয়ই ক্ষণস্থায়ী। কবি আরও বলেন যে আমাদের স্থায়ী আবাস হলো কবর। সুতরাং, আমাদের উচিত নয় সম্পদের জন্য স্বাস্থ্য, বা স্বাস্থ্যের জন্য সম্পদকে নষ্ট করা। বরং আমাদের এমনকিছু মানবিক কাজ করা উচিত যা আমাদের জন্য স্বর্গীয় সুখ বয়ে আনবে।)


Post a Comment (0)
Previous Post Next Post