অনুচ্ছেদ : আমার দেখা বইমেলা

সম্প্রতি আমার দেখা একটি বইমেলা

বা, আমার দেখা বইমেলা


বইমেলা হচ্ছে এমন একটি মেলা যেখানে বিভিন্ন বই বিক্রির জন্য প্রদর্শিত হয়ে থাকে। এখনকার সময়ে, আমাদের দেশে এটি দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেছে। গত মাসে আমি একটি বই মেলায় গিয়েছিলাম। আমি আমার বড় ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলাম। মেলাটি ২১শে ফেব্রুয়ারিতে প্রদর্শিত হয়েছিল। এটি বাংলা একাডেমীর প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল। যেহেতু, এটি ছিল আমার দেখা প্রথম বইমেলা সেহেতু, মেলায় প্রবেশের সাথে সাথেই আমি শিহরিত হয়েছিলাম। মেলায়, শত শত বইয়ের স্টল ছিল। পরিবেশটি অত্যন্ত আনন্দপূর্ণ ছিল। দোকানগুলো সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। সেখানে অনেক গুলো তথ্যকেন্দ্রও রাখা হয়েছিল। হাল্কা খাবার খাওয়ার জন্য কিছু খাবারের দোকানও রাখা হয়েছিল। আমি দেখলাম মেলাতে সকল প্রকারের এই যেমন কল্পকাহিনী, নাটক, কবিতা, উপন্যাস, জীবনী, অনুবাদমূলক, শিশুসাহিত্য এবং গল্পর প্রভৃতি বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে। আমি কিছু বিজ্ঞান কল্পকাহিনী ও প্রহসনধর্মী বই কিনলাম। অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর তাই একটি খাবারের দোকানে ঢুকলাম এবং হাল্কা কিছু খাবার খেলাম।হঠাৎ করে আমি একটি দোকানের সামনে কতগুলো মানুষের জটলা দেখতে পেলাম। আমি সেখানে গেলাম এবং আমার পছন্দের লেখক ড.  মুহম্মদ জাফর ইকবাল স্যারকে দেখে আনন্দে অভিভূত হয়ে গেলাম। তিনি অটোগ্রাফ দিচ্ছিলেন। আমিও একটি অটোগ্রাফ নিয়ে নিলাম। একটি সভাতেও অংশগ্রহণ করলাম সেখানে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের জীবনে বইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দিচ্ছিলেন। এরপর আমরা মেলা থেকে ফিরে এলাম, কিন্তু আমি কিছু দারুণ আনন্দঘন স্মৃতি সাথে নিয়ে ফিরেছিলাম।
Post a Comment (0)
Previous Post Next Post