ভাবসম্প্রসারণ : শূন্য কলসি বাজে বেশি। / অসারে তর্জন গর্জন সার।
| History | 📡 Page Views |
|---|---|
| Published 10-Feb-2022 | 03:11:00 PM |
Total View 5.2K+ |
| Last Updated 10-Feb-2022 | 03:11:04 PM |
Today View 0 |
শূন্য কলসি বাজে বেশি।
অথবা,
অসারে তর্জন গর্জন সার।
মূলভাব : যার কোনো কিছু করার ক্ষমতা নেই, সে এমন ভাব ধরে থাকে যে, সে-ই সবকিছু করেছে, সে-ই সবকিছুতে পটু।
সম্প্রসারিত ভাব : ভাব-গাম্ভীর্যের আলাদা একটি মূল্য রয়েছে। চপলতা, চঞ্চলতা, কিংবা অধিকতর রম্য রসের মাধ্যমে সাময়িক আনন্দঘর পরিবেশের সৃষ্টি হলেও সে আনন্দের কোনো মূল্য থাকে না। অতিমাত্রায় কোনো জিনিসই মানুষের মাঝে আদরণীয় হতে পারে না। তাই যেসব পদার্থের উপরে অত্যধিক চাকচিক্যের লক্ষণ দেখা দেয় তাদের গর্ভাংশ প্রায়ই শূণ্য বা ফাঁকা থাকে। প্রকৃতপক্ষে বাচাল প্রকৃতির লোকের কথাগুলো প্রায়ই থাকে অর্থশূন্য। মুখে তারা অনেক কিছুই বলতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তারা কাজের কাজ কিছুই করতে পারে না। তাদের অবস্থা হয় শূন্য কলসির অধিক আওয়াজের মতো। বস্তুত যাদের মাথায় চিন্তা-চেতনা রয়েছে এবং যারা নিজেদের ক্ষমতার ওপর বিশ্বাসী তারা ফাঁকা বুলি আওড়াতে ভালোবাসেন না। তাদের প্রকৃত পরিচয় পাওয়া যায় কাজের দক্ষতার উপর। এই কারণে মনীষীগণ বলেছেন, ‘পৃথিবীতে চিন্তাশীল ও বুদ্ধিমান লোকেরাই কথা কম বলে’। ইংরেজিতেও একটি প্রবাদ আছে, Empty vessels sound much.
মন্তব্য : যাদের বাইরের পরিপাটি বেশি তাদের অন্তরটা অলীক ফাঁকি। এসব কেতাদুরস্ত লোক সর্বদা অন্যের হাসির পাত্রে পরিণত হয়ে থাকে।
Leave a Comment (Text or Voice)
Comments (0)