Grammar : Position & Function of Noun

Position & Function of Noun

বাক্যে প্রতিটি Parts of Speech এর Position নির্দিষ্ট। অর্থাৎ কোন Parts of Speech টি কোথায় বসবে তা সুনির্ধারিত। Noun যেহেতু একটি Parts of Speech তাই এটির ও বসার নির্দিষ্ট জায়গা আছে। আবার Noun এর কাজ কি এটি জানাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। 

তাই আজকের পোস্টে আমরা একটি বাক্যে Noun কোথায় কোথায় বসতে পারে এবং Noun এর কাজ কী সেই সম্পর্কে জানবো। 

Position of Noun

Rule — 1 :
Subject এবং object হিসেবে Noun বসে। অর্থাৎ বাক্যের subject ও object হিসেবে অবশ্যই Noun হবে।

Example : 
Communism is considered as the best form of Government in developing countries. 

One of the female students tried her best to acquire confidence

Rule — 2 :
Gerund / infinite / participle এর object হিসেবে এদের পরে Noun বসে। যেহেতু Gerund, Infinite বা Participle verb এরই form (Non–finite form)। তাই এদের Object হিসেবে এদের পরে Noun বসবে। 

Example : 
Developing strategy needs a lot of knowledge of the environment. 

To mean symbol we mean something accepted by all. 

Rule — 3 :
Preposition এর পরে একটি মাত্র Word থাকলে তা নিশ্চিতভাবেই Noun হবে।
  • Pre. + article/ adj. + N. 
  • Pre. + article/ adv. + adj. + N. 
  • Pre. + article + adj. + N. 

Example : 
She had no faith in imagination.

I'm afraid of cruelty on a battlefield. 

Rule — 4 :
Article এর পরে একটি মাত্র Word থাকলে তা নিশ্চিতভাবেই Noun হবে।
  • Article + Adj. + N. 
  • Article + Adv. + Adj. + N. 

Example : 
At last, she presented an argument to refute my claim in love.

You should find out the rationality behind such a massacre in Savar. 

Rule — 5 :
Adjective এর পরে একটি মাত্র Word থাকলে তা নিশ্চিতভাবেই Noun হবে। অর্থাৎ, Adjective ও Preposition / Verb / Adverb / Conjunction এর মাঝে একটি Word থাকলে সেটি Noun হবে। 

Example : 
I rebuked her for such a bad behaviour.

He was arrested for his affiliation with mafia. 

Rule — 6 :
The .......... of এর মাঝে একটি মাত্র Word থাকলে তা নিশ্চিতভাবেই Noun হবে। কিন্তু একাধিক Word হলে : 
  • Adj. + N. 
  • Adv. + Adj. + N. 

Example : 
The beauty of Marlene Monroe charmed all. 

The kindness of Mohsin will be remembered forever. 

Rule — 7 :
Demonstrative Adjective এর পরে সাধারণত Noun বসে। অর্থাৎ, Demonstrative এবং Preposition বা Verb বা Conjunction এর মাঝে একটি মাত্র Word থাকলে তা নিশ্চিতভাবেই Noun হবে।

Example : 
I left my bag in this morning

Rule — 8 :
Possessive এর পরে সাধারনণত Noun বসে। 

Example : 
This is my pen

He fulfilled my needs

Rule — 9 :
Article এবং Verb / Adverb / Preposition / Conjunction এর মাঝে একটি মাত্র Word থাকলে তা নিশ্চিতভাবেই Noun হবে।

Example : 
The plot was a round of conflict. 

This is the go of life. 


Functons of The Noun

কোন Sentence –এ noun ব্যবহৃত হতে পারে— 
  1. verb এর subject হিসবে।  
  2. transitive verb এর object হিসেবে।
  3. linking verb বা incomplete verb এর complement হিসেবে।
  4. preposition এর object হিসেবে। 
  5. case বা noun in apposition হিসেবে।

Example : 
(1) - (subject) 
Rahim is a good boy.
This book reads well.

(2) - (object) 
I eat a banana.
He sees a cloud.

(3) - (complement)
We elected him captain.

(4) - (preposition এর object হিসেবে)
The cat is fond of milk.
I look for water

(5) - (noun in apposition)
Is Mr. Kalam, teacher of B. L. J. High school, a qualified man? 

Explanation (ব্যাখ্যা) : 
Example (1) বাক্যে Rahim এবং book হল যথাক্রমে is এবং reads, verb –টির subject. 

Example (2) বাক্যে banana এবং cloud হল যথাক্রমে eat এবং see, verb –এর object. 

Example (3) বাক্যের verb হল elect বা নির্বাচিত করা। যদি বলা হয় আমরা তাকে নির্বাচন করলাম (We elected him), তাহলে কোনো অর্থ স্পষ্ট হয় না। তাহলে subject, verb ও object থাকা সত্ত্বেও বাক্যটির অর্থ পরিপূর্ণ হল না। এজন্য elect–verb টিকে বলে incomplete verb. 

এই verb এর অর্থ পুরোপুরি প্রকাশ করতে গেলে আরো একটি অত্যাবশকীয় শব্দ captain দরকার। এখন বোঝা গেল তাকে আমরা কোন পদে নির্বাচিত করেছিলাম। এজন্য captain কে এই sentence এর complement বা 'পরিপূরক' বলে। এই word টি elect–verb –টির অসম্পূর্ণ অর্থের শূন্যস্থান পূরণ করে বলেই এর এরূপ নাম। এরূপ আরো কয়েকটি বাক্য দেখ : 
They elected me chairman. 

The Headmaster selected him member. 

We regarded him a police man. 

Example (4) বাক্যে milk এবং water যথাক্রমে of ও for–preposition দুটির পরে বসে ঐ preposition দুটির object এর কাজ করেছে। 

Example (5) বাক্যে teacher শব্দটি দ্বারা Mr. Kalam সন্বন্ধে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হচ্ছে যা মূলত : বাক্যটির কোন প্রধান অংশ নয়। একে বলে apposition. এটি বাক্যের মধ্যে কমা দ্বারা বিচ্ছিন্ন থাকে। 
Post a Comment (0)
Previous Post Next Post