সাধারণ জ্ঞান : George Eliot, Mathew Arnold এবং J.M. Synge

George Eliot
(জর্জ এলিয়ট)

জীবন কথা : George Eliot (জর্জ এলিয়ট) এর জন্ম ২২ নভেম্বর, ১৮১৯ সালে এবং ২২ ডিসেম্বর, ১৮৮০ সালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর ছদ্মনাম জর্জ এলিয়ট এবং আসল নাম হলো— মেরি অ্যান ইভান্স (Mary Ann Evans)।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম (Novel) :  
  • Adam Bede (এডাম বেডে), ১৮৫৯
  • Daniel Deronda (ড্যানিয়েল ডেরন্ড), ১৮৭৬  
  • Middlemarch (মিডলমার্চ), ১৮৭২
  • Romola (রোমোলা), ১৮৬৩  
  • Scenes of Clerical (ডসন্স অব ক্লারিকেল), ১৮৫৮
  • Silas Marner (সাইলাস মারনার), ১৮৬১ 
  • The Mill of the Flosa (দি মিল অব দি ফ্লস), ১৮৬০।  

সহজে মনে রাখার টেকনিক : Daniel Deronda তার দুই স্ত্রী Romola ও Silas Marner  কে দিয়ে প্রতি Middlemarch এর দিকে ফ্লোসের একটি মিলে (The mil of the Floss) অতিথিেদর অাপ্যায়ন করাতো, আর মিলটির নাম ছিল— Adam Bede।


Mathew Arnold
(মাথু আরনল্ড)
জীবন কথা : ভিক্টোরিয়ান যুগের অন্যতম কবি মাথু আরনল্ড ২৪ ডিসেম্বর, ১৮২২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৫ এপ্রিল, ১৮৮৮ সালে মৃত্যুবরণ করেন। He was a poet and Critic. 

সাহিত্যকর্ম :  তাঁর উল্লেখযোগ্য সাহিত্যসমূহ নিম্নে তুলে ধরা হলো— 

(১) কাব্যগ্রন্থ 
  • Empido Cliss on Etna (এমপিডো ক্লিস অন এটনা), ১৮৫২  
  • The Strayed Raveller (দি স্ট্রেইট র্যাভেলার)
  • Poems (পোয়েমস), ১৮৫৫
  • New Poems (নিউ পোয়েমস), ১৯৬৭  

(২) প্রবন্ধ 
  • Culture and Anarchy (কালচার এন্ড এনার্কি) 
  • Essays in Criticism (এসেজ ইন ক্রিটিসিজম)
  • The Study of Poetry (দি স্টাডি অব পয়েট্রি)

(৩) কবিতা 
  • Dover Beach 
  • Thyrsis
  • Empido Cliss on Etna 
  • Cromwell
  • The Scholar Gipsy
  • Sohrab & Rustom 

J.M. Synge
(সিঞ্জ)
জীবন কথা : জন মিলিংটন এর পুরো নাম Edmund John Millington Synge, তাঁর জন্ম ১৬ এপ্রিল, ১৮৭১ সালে আয়ারল্যান্ডের ডাবলিনে। ২৪ মার্চ, ১৯০৯ সালে মাত্র ৩৮ বছর বয়সে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 

জ্ঞানের শাখা : তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন, ডাবলিনে ট্রিনিটি কলেজ থেকে। 

সাহিত্যকর্ম ও উপাধি : তিনি ছিলেন একজন আইরিশ নাট্যকার, কবি ও প্রবন্ধকার। 

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম : 
(১) নাটক
  • Riders to the Sea (রাইডার্স টু দি সী), ১৯০৪ 
  • The Playboy of the Weatern World (দি প্লেবয় অব দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড) 
  • The Shadow of the Glen (দি স্যাডো অব দি গ্লেন), ১৯০৩ 
  • The Tinker's Wedding (দি টিনকার্স ওয়েডিং), ১৯০৮ 
  • The well of the Saints (দি ওয়েল অব দি সেন্টস), ১৯০৫ 

অনুশীলন (বিসিএস / ব্যাংক / ভার্সিটি / পিএসসি) পরীক্ষার জন্য — 

1. Who is the writer of famous play ''Riders to the Sea''? 
Ans : J.M. Synge 

2. ''The Playboy of the Weatern World'' is written by— 
Ans : J.M. Synge 

3. Who is the writer of famous Novel ''Adam Bede''? 
Ans : Geroge Eliot
Post a Comment (0)
Previous Post Next Post