অনুচ্ছেদ : রিকশায় একদিন

রিকশায় একদিন


যেকোনো ধরনের ভ্রমণই আমার জন্য আনন্দের। আর তা যদি হয় রিকশায় চড়ে তা হলে তো আরও চমৎকার। রিকশায় চড়ে মুক্ত বাতাসে প্রকৃতি দেখতে দেখতে ভ্রমণের তুলনা হয় না। তেমনি একটি রিকশা ভ্রমণের সৌভাগ্য হয়েছিল আমার। দিনটি ছিল ছুটির দিন। স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় যানবাহন ছিল কম। এমন দিন রিকশাভ্রমণের জন্য উপযুক্ত, এই ভাবনা থেকেই বিকেলবেলা বেরিয়ে পড়লাম। কলাবাগান বাসস্ট্যান্ডে গিয়ে ঘণ্টা চুক্তিতে একটি রিকশা ভাড়া করলাম। রিকশাচালককে বলে দিলাম তিনি যেন আমাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই ঘণ্টা ঘুরে বেড়ান। রিকশাচালক আমাকে নিয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রকৃতি, ঐতিহাসিক ভবন ও স্থাপনাগুলো দেখে খুশিতে মন ভরে উঠল। বিশ্ববিদ্যালয়ের এক জায়গায় যাত্রা বিরতি দিয়ে চা খেয়ে নিলাম রিকশাচালকের সাথে কিছুক্ষণ গল্পও করলাম। এরপর আবার রিকশায় চেপে বসলাম। এবার রিকশাচালক পুরোনো ঢাকার অলিগলি দিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে এল। ঢাকার অচেনা এই অংশের বৈচিত্র্যময় জীবনযাত্রা আমাকে মুগ্ধ করল। সন্ধ্যাবেলা কলাবাগান বাসস্ট্যান্ডে পৌঁছানোর মাধ্যমে শেষ হলো আমার ভ্রমণ। ভাড়া মিটিয়ে যখন ঘরে ফিরছি তখনো মনে লেগে রয়েছে চমৎকার এক ভ্রমণের আনন্দদায়ক অনুভূতি।
Post a Comment (0)
Previous Post Next Post