বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়ে ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে আবেদনপত্র

History 📡 Page Views
Published
16-Oct-2021 | 02:18:00 AM
Total View
14.6K+
Last Updated
11-Nov-2021 | 07:23:21 AM
Today View
0
কোনো অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে যাওয়ার জন্য ছুটি চেয়ে ছাত্রাবাস তত্ত্বাবধায়কের কাছে একটি আবেদনপত্র লেখ।


১৩ জুন, ২০২২
বরাবর
ছাত্রাবাস তত্ত্বাবধায়ক,
কলেজিয়েট হাইস্কুল, রাজশাহী।

বিষয় : ছাত্রাবাস থেকে ছুটি নেওয়ার জন্য আবেদন।

মহান্তন,
সবিনয় নিবেদনপূর্বক জানানো যাচ্ছে যে, আমি আপনার ছাত্রাবাসের একজন নিয়মিত ছাত্র। আগামী ১৭-০৬-২০২২ তারিখে আমার বড় বোনের বিয়ে হতে যাচ্ছে। তাই আগামী ১৫-০৬-২০২০ হতে ১৮-০৬-২০২২ তারিখ পর্যন্ত আমার ছুটি প্রয়োজন। উক্ত চার দিন আমি ছাত্রাবাসে অবস্থান করতে পারছি না।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আগাকে উক্ত চার দিনের ছুটি প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
উৎপল বড়ুয়া
সপ্তম শ্রেণি
বোল নং-১ শাখা- পদ্ম
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 22-Apr-2025 | 02:18:33 AM

Good answer 😀👍