সাধারণ জ্ঞান : Ben Jonson (বেন জনসন)

Ben Jonson (বেন জনসন)

জীবন কথা : Ben Jonson (বেন জনসন) ১৫৭২ খ্রিঃ ৬ আগস্ট, ওয়েস্টমিনস্টারে জন্মগ্রহণ করেন। ৬ আগস্ট, ১৬৩৭ সালে মৃত্যুবরণ করেন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে (Westminster Abbey) তাঁর সমাধিস্তম্ভে খোদিত আছে— "O Rare Ben Jonson". 

উপাধি : তিনি একজন বিখ্যাত নাট্যকার, কবি ও সাহিত্য সমালোচক। James I এর রাজত্বের সময়ই তিনি 'পোয়েট' উপাধিতে ভূষিত হন। রাণী এলিজাবেথ এর সময়কালে, James I এর রাজত্বের সময় শেক্সপীয়র এর পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে তাঁকে গণ্য করা হয় (Regarded as the second most important dramatist after William Shakespeare)। 
  • Father of English Realistic Comedy 
  • Father of Comedy Humorous 

সাহিত্যকর্ম : তাঁর রচিত নাটকের অধিকাংশ নাটকই কমেডি নাটক। তাঁর উল্লেখযোগ্য নাটকসমূহ নিম্নে উল্লেখ করা হল— 
  1. A tale of the Tub — এ টেল অব দা টাব
  2. Catleine (1611) — ক্যাটলিন 
  3. The Alchemist (1610) — দি এ্যালকেমিস্ট
  4. Every man in his Humour 
  5. Every man out his Humour — হিউমার
  6. Seasunus (1603) — সেজানুস
  7. Comedy of Humourous 
  8. The Bartholomew Fair — দি বার্থোলমিউ ফেয়ার
  9. The Devil is an ass — দি ডেভিল ইস এন এস
  10. The Magnetic Lady — 
  11. The poetaster (1602)
  12. The Silent Woman
  13. Volpone, or the Fox (1605) — ভলপন 

Comedy of Humourous — কমেডি অব হিউমোরাসন : এটি মেডিকেল থিওরির সাথে জড়িত। 

ছন্দে মনে রাখুন : জনসন তার Alchemist ও Volpone নাটকে Tub ও Humour করে Magnetic Lady ও Silent Woman কে Devil ass এর Catleine ও Poetaster - Seasunus এর সাথে Bartholomew Fair নামক মেলায় বিয়ে দিল। 

বেন জনসন এর বিখ্যাত নাটক এবং ইংরেজি সাহিত্যের অনবদ্য সৃষ্টি — Volpone, or the Fox 

Volpone, or the Fox
( ভলপনি বা দি ফক্স)

নাটকটির প্রকাশকাল : ১৬০৫ সালে এই নাটকটি প্রকাশিত হয়। 

নাটকটির ধরণ : 'ভলপনি বা দি ফক্স' (Volpone, or the Fox) একটি কমেডি (Comedy) নাটক। একে (Beast Fables) ও বলা হয়। 

মূল বিষয় : নাটকটির প্রধান চরিত্র ভলপনি। নাটকটিতে জনসন মানুষের লোভ - লালসা ও নীচতার এক নগ্নমূর্তি অঙ্কন করেছেন। এটি লোভ লালসার একটি নির্দয় বিদ্রুপ। যারা টাকার গন্ধে আত্মহারা হয়ে ছুটে বেড়ায়, তাদের বীভৎস রূপকে চিত্রিত করেছেন। নাটকটি বাস্তব জীবনের হাস্যরসাত্মক ঘটনা ও পশু উপকথার (Beast Fables) উপর চিত্রিত। 

বিগত বিসিএস এবং অন্যান্য জব প্রশ্ন সমাধান— 

Who has written the play 'Volpone'? - Ben Jonson 

"Comedy of Humours" is related to __. - Medical Theory
Post a Comment (0)
Previous Post Next Post