অনুচ্ছেদ : শিক্ষাই জাতির মেরুদণ্ড

শিক্ষাই জাতির মেরুদণ্ড


শিক্ষা অমূল্য সম্পদ। একটি জাতির বিকাশ ও উন্নয়নের জন্য শিক্ষার ভূমিকা অপরিহার্য। শিক্ষা জাতির মেরুদণ্ড ও উন্নতির পূর্বশর্ত। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে মেরুদণ্ডের অপরিহার্যতা অপরিসীম। মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন চলাচল করতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া জাতি উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না। মেরুদণ্ডহীন প্রাণী যেমন পরমুখাপেক্ষী হয়ে জীবন কাটায় তেমনি শিক্ষাহীন একটি জাতি পরমুখাপেক্ষী হয়ে পড়ে। মানবজীবন তথা জাতীয় জীবনের নিরক্ষরতার মতো নরকীয় অভিশাপ আর নেই। বিদ্যাহীন মানুষ পশু সমতুল‍্য। তাই কবি বলেছেন—
শিক্ষা মানুষকে সত্যিকার মানুষ রূপে গড়ে তুলতে সাহায্য করে। আর শিক্ষাহীনতা মানুষকে অমানুষ করে তোলে। তাই আল্লাহ তা'য়ালা মানুষকে সৃষ্টি করে সর্বাগ্রে জ্ঞান দান করেন এবং শিক্ষার গুরুত্ব প্রতিপন্ন করতে তিনি হযরত মুহাম্মদ (স)-এর ওপর কোরআনের প্রথম বাণী নাজিল করেন 'ইকরা' অর্থাৎ 'পড়'। বিশ্বনবি (স) বলেছেন-
“শিক্ষালাভের জন্য সুদূর চীন দেশে যেতে হলেও যাও।”
মহানবি (স) আরও বলেছেন-
“শহীদের রক্তের চেয়ে বিদ‍্যানের কলমের কালির মূল্য ও মর্যাদা অনেক বেশি।"
নিরক্ষরতা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, জগতের শত্রু, সর্বাপেক্ষা আল্লাহর শত্রু। দেশমাতৃকার উন্নতির জন্য তাই সর্বাগ্রে প্রয়োজন দেশের জনসাধারণকে শিক্ষিত করে তোলা। কারণ ইংরেজিতে একটি প্রবাদ আছে-
তাছাড়া যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। সাম্প্রতিক বিশ্ব মানুষের শক্তি ও কর্মের প্রভাবে প্রভাবিত। এ শক্তি মানুষ শিক্ষার সাহায্যে লাভ করেছে। শিক্ষা ও জ্ঞানের সাহায্যে সে অন্য প্রাণীর ওপর প্রভুত্ব করতে পারছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু নিরলস পরিশ্রম, শিক্ষা ও বুদ্ধির দ্বারা আজ তারা উন্নত। আমেরিকানরা সারা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে শুধু শিক্ষার দ্বারা। শিক্ষাহীনতা তথা নিরক্ষরতার জন্য সকল দেশের রানী আমার জন্মভূমি জননী আজ ভিখারিণী, কাঙালিনী। তাই শিক্ষাকে সহজলভ্য করে প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার উপায় আমাদের উদ্ভাবন করতে হবে। তবেই দেশের জনগণ শিক্ষিত হবে। আর জনগণ শিক্ষিত হলে দেশ ও জাতি উন্নত হবে। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড।


আরো দেখুন :
ভাবসম্প্রসারণ : জ্ঞানহীন মানুষ পশুর সমান

1 Comments

  1. বাহ খুবই সুন্দর

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post