সাধারণ জ্ঞান : পঞ্চানন কর্মকার

পঞ্চানন কর্মকার

পঞ্চানন কর্মকার এর জীবন কথা সম্পর্কে লেখ। — তিনি কবে জন্মগ্রহণ করেছেন তা জানা যায় নি। তবে তিনি ১৮০৪ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। 

তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন বলে অভিমত আছে? — হুগলী জেলার ত্রিবেণীতে। 

তাঁকে কী নামে অভিহিত করা হয়? — বাংলা মুদ্রাক্ষরের জনক।

তাঁকে কেন বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়? — কারণ, শ্রীরামপুরে যখন ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তখন বাংলা মুদ্রাক্ষর ছিল না। তিনি বহুধৈর্য ও কষ্ট করে প্রতিটা বাংলা লিপি বা অক্ষরের একাধিক প্রস্থ নির্মাণ করেন এবং এভাবেই প্রথম বাংলা ছাপা হয়।
Post a Comment (0)
Previous Post Next Post