খুদে গল্প : নতুন ঠিকানা

‘নতুন ঠিকানা’ বিষয়ে একটি খুদে গল্প রচনা করো :

নতুন ঠিকানা

বাড়িটা যখন খুঁজে পেলাম, দিনের আলো তখন ফুরিয়ে এসেছে। তবু শেষ পর্যন্ত বাড়িটা যে খুঁজে পেয়েছি তাতেই স্বস্তি। বাস থেকে নামার পর বেশ অনেকটা পথ হেঁটে গ্রামে আসতে হয়েছে। বাসস্ট্যান্ডে কেউ আমাকে এগিয়ে নিতে আসেনি দেখে অবাক হয়েছি। এ গ্রামের রেলস্টেশনের নতুন স্টেশন মাস্টার হয়ে এসেছি। কিছুই চিনি না। এতটুকু সৌজন্যতা পেতেই পারতাম। তবু ভালো, চিঠিতে নতুন বাড়ির ঠিকানাটা ছিল বলে লোকজনকে জিজ্ঞাসা করে চলে আসা গেছে। সরকারি কোয়ার্টারে সংস্কার কাজ চলছে বিধায় রেল কর্তৃপক্ষের আদেশে স্থানীয় প্রশাসন বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে। নতুন বাড়িতে তালা ঝুলছে। আমি বারান্দায় রাখা চেয়ারে বসে অপেক্ষা করছি। এমন সময় হন্তদন্ত হয়ে ছুটে এলো রেলওয়ের এক কর্মচারী। এসেই লম্বা সালাম দিয়ে বলল, স্যার, আমি শাহাদৎ। বাসস্ট্যান্ডে আপনার জন্য দাঁড়িয়েছিলাম। আপনি কোনদিক দিয়ে চলে এলেন দেখতে পাইনি।' তার কথা শুনে মনের ক্ষোভ অনেকটা কমে গেল। বললাম, 'ঠিক আছে, সমস্যা নেই।' লোকটা তালা খুলে বিছানাপত্র গুছিয়ে দিল। আমি পথের ক্লান্তিতে খেয়েই ঘুমিয়ে পড়লাম ৷ সকালে ঘুম ভাঙল শাহাদতের ডাকে। সকালের আলোতে বাড়িটাকে নতুন করে দেখে নিলাম। সামনে অনেকটা খোলা উঠোন, উঠোনের চারপাশ আম, জাম, নারিকেল গাছে ঘেরা। আমার নতুন ঠিকানা সম্পূর্ণ গ্রামীণ একটা পরিবেশ। এখানে বিদ্যুৎ আছে কিন্তু লাইট-ফ্যান ছাড়া টিভি, ফ্রিজ এসবের কিছুই নেই।
Post a Comment (0)
Previous Post Next Post