ব্যাকরণ : উপসর্গ

উপসর্গ

কিছু অর্থহীন শব্দ আছে,যেগুলো শব্দের আগে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। এগুলোকে উপসর্গ বলে। বাংলা শব্দ গঠনে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপসর্গের নিজের কোন অর্থ নেই,তবে এগুলো অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। উপসর্গ সবসময় মূল শব্দের সাথে যুক্ত হয়।

যেমন - মান একটি শব্দ এর আগে উপসর্গ 'অনু' যুক্ত হয়ে নতুন শব্দ 'অনুমান' তৈরি হয়েছে। আবার মান শব্দের আগে 'অভি' যুক্ত করে 'অভিমান', 'অপ' যোগ করে 'অপমান', 'সম' যোগ করে 'সম্মান', 'প্র' যোগ করে 'প্রমাণ', 'পরি' যোগ করে 'পরিমাণ' ইত্যাদি শব্দ তৈরি হয়েছে। অনুরূপভাবে, হার একটি শব্দ। এর সঙ্গে উপ, আ, প্র, বি উপসর্গ যুক্ত হয়ে যথাক্রমে উপহার,আহার,প্রহার,বিহার শব্দ গঠিত হয়েছে।

সাধারণ তথ্য
  • উপসর্গ একধরনের অব্যয় বা অব্যয়-জাতীয় শব্দাংশ।
  • উপসর্গের নিজের কোন তথ্য নেই।
  • উপসর্গ অন্য শব্দের আগে বসে।
  • উপসর্গর কাজ নতুন শব্দ তৈরি করা 
  • উপসর্গ আলোচনা করা হয় শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে।
  • 'উপসর্গ'  শব্দটি গঠিত হয়েছে উপসর্গের মাধ্যমে (উপ+সর্গ)। 
  • উপসর্গ তিন প্রকার : বাংলা,সংস্কৃতি,বিদেশু।

উপসর্গের কাজ
  • নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। যেমন : হার  - প্রহার।
  • শব্দের অর্থের পূর্ণতা সাধন করা। যেমন : পূর্ণ - সম্পূর্ণ।
  • শব্দের অর্থের সম্প্রসারণ করা। যেমন : নীল - সুনীল।
  • শব্দের অর্থের সংকোচন করা। যেমন : হাঁস - পাতিহাঁস। 
  • শব্দের অর্থের পরিবর্তন করা। যেমন : জয় - পরাজয়।

 উপসর্গের সংখ্যা

দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যাক।
(দু) (অনু+সম) (অতি+আ)
বাক্যটিতে উপর্সগের সংখ্যা ৫টি।

অনতিবৃহৎ নিরপরাধ হরিণ সংহারে নিবৃত্ত হোন।
(অন+অতি) (নিঃ+অপ)     (সম্)   (নি)
বাক্যটিতে উপর্সগের সংখ্যা ৬টি।

অনতিবিলম্বে সম্রাট সৈন্য  সমভিব্যাহারে দুর্গম মরুপথে অভিযান করলেন।
(অন+অতি+বি) (সম্) (সম্+অভি+বি+আ) (দু) (অভি)          
বাক্যটিতে উপর্সগের সংখ্যা ১০টি।

দুর্বলের প্রতি অত্যাচারিত না হয়ে তাদের কল্যাণার্থে ব্যাতিব্যস্ত হওয়া উচিত।
(দু) (অতি+আ) (বি+অতি+বি)
বাক্যটিতে উপর্সগের সংখ্যা ৬টি।

বাংলা উপসর্গ

বাংলা উপসর্গ ২১টি :
অ‌‌,অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা

উপসর্গ উদাহরণ অর্থ
অকেজো, অচেনা, অপয়া নিন্দিত
অচিন, অজানা, অথই অভাব
অঝোর, অজোরে ক্রমাগত
অঘা অঘারাম, অঘাচণ্ডী বোকা
অজ অজপাড়াগাঁ, অজমূর্খ, অজপুকুর নিতান্ত (মন্দ)
অনা অনাবৃষ্টি, অনাদর অভাব
অনাছিষ্টি, অনাচার ছাড়া
অনামুখো অশুভ
আকাঁড়া, আধোয়া, আলুনি অভাব
আকাঠা, আগাছা বাজে / নিকৃষ্ট
আড় আড়চোখে, আড়নয়নে বক্র
আড়খ্যাপা, আড়মোড়া, আড়পাগলা আধা / প্রায়
আড়কোলা, আড়গড়া (আস্তাবল), আড়কাঠি বিশিষ্ট
আন আনকোরা না
আনচার, আনমনা বিক্ষিপ্ত
আব আবছায়া, আবডাল অস্পষ্ট
ইতি ইতিকর্তব্য, ইতিপূর্বে এ বা এর
ইতিকথা, ইতিহাস পুরোনো
উন উনপাঁজুরে, উনিশ কম
কদ কদবেল, কদর্য, কদাকার নিন্দিত
কু কুঅভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ কুৎসিত / অপকর্ষ
নি নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট নেই / নেতি
পাতি পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো ক্ষুদ্র
বি বিভুঁই, বিফল, বিপথ ভিন্ন / নেই বা নিন্দনীয়
ভর ভরপেট, ভরসাঁঝা, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যা পূর্ণ
রাম রামছাগল, রামদা, রামশিঙা, রামবোকা বড় / উৎকৃষ্ট
সলাজ, সরব, সঠিক, সজোর, সপাট সঙ্গে/সহ
সা সাজিরা, সাজোয়ান উৎকৃষ্ট
সু সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ উত্তম
হা হাপিত্যেশ, হাভাতে, হাঘরে অভাব

সংস্কৃতি উপসর্গ

বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃতি উপসর্গ ২০টি :
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ

উপসর্গ উদাহরণ অর্থ
প্র প্রভাব, প্রচলন, প্রস্ফুটিত প্রকৃষ্ট / সম্যক
প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব খ্যাতি
প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার অধিক
প্রবেশ, প্রস্থান গতি
প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য ধারা-পরম্পরা / অনুগামী
পরা পরাকাষ্ঠ, পরাক্রান্ত, পরায়ণ অতিশয়
পরাজয়, পরাভর বিপরীত
অপ অপমান, অপকার, অপচয়, অপবাদ বিপরীত
অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ নিকৃষ্ট
অপসারণ, অপহরণ, অপনোদন স্থানান্তর
অপমৃত্যু বিকৃত
সম্ সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর সম্যকরূপে
সমাগত, সম্মুখ সম্মুখে
নি নিবৃত্তি নিষেধ
নিবারণ, নির্ণয় নিশ্চয়
নিদাঘ, নিদারূণ অতিশয়
নিষ্কলুষ, নিষ্কাম অভাব
অব অবজ্ঞা, অবমাননা হীন
অবরোধ, অবগাহন, অবগত সম্যকভাবে
অবতরণ, অবরোহণ নিম্নে / অধোমুখে
অবশেষ, অবসান, অবেলা অল্প
অনু অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুতাপ, অনুকরণ পশ্চাৎ
অনুবাদ, অনুরূপ, অনুকার সদৃশ
অনুক্ষণ, অনুদিন, অনুশীলন পৌঁনঃপূন্য / বীপসা
অনুকূল, অনুকম্পা সঙ্গে
নির নিরক্ষর, নির্জীব, নিরহংকার, নিরাশ্রয়, নির্ধন অভাব
নির্ধারণ, নির্ণয়, নির্ভর নিশ্চয়
নির্গত, নিঃসরণ, নির্বাসন বাইরে / বহির্মুখী
দুর দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম মন্দ
দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য কষ্টে
বি বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক বিশেষরূপে
বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল অভাব
বিচরণ, বিক্ষেপ গতি
বিকার, বিপর্যয় অপ্রকৃতস্থ
সু সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিম, সুনীল উত্তম
সুগম, সুসাধ্য, সুলভ সহজে
সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ অতিশয়
উৎ উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন ঊর্ধ্বমুখী
উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন অতিশয়
উৎপাদন, উচ্চারণ প্রস্তুতি
উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট অপকর্ষ
অধি অধিরোহণ, অধিপতি, অধিবাসী আধিপত্য
অধিরোহণ, অধিষ্ঠান উপরি
অধিকার, অধিবাস, অধিগত ব্যপ্তি
পরি পরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন বিশেষরূপ
পরিশেষ শেষ
পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ সম্যকরূপে
পরিক্রমণ, পরিমণ্ডল চতুর্দিক
প্রতি প্রতিমূর্তি, প্রতিধ্বনি সদৃশ
প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী বিরোধ / বিরুদ্ধ
প্রতিদিন, প্রতি মাস পৌনঃপূন্য / বীপসা
প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার অনুরূপ
উপ উপকূল, উপকণ্ঠ সমীপে
উপদ্বীপ, উপবন সদৃশ
উপগ্রহ, উপসাগর, উপনেতা ক্ষুদ্র / তুল্য
উপনয়ন (পইতা), উপভোগ বিশেষ
অভি অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত সম্যক
অভিযান, অভিসার গমন
অভিমুখ, অভিবাদন সম্মুখ / দিক
অতি অতিকায়, অত্যাচার, অতিশয় অতিশয়
অতিমানব, অতিপ্রাকৃত অতিক্রম / অতিক্রান্ত
আকণ্ঠ, আমরণ, আসমুদ্র পর্যন্ত
আরক্ত, আভাস, আনত ঈষৎ
আদান, আগমন বিপরীত

বিদেশি উপর্সগ

(ক) ফারসি উপর্সগ
উপসর্গ উদাহরণ অর্থ
কার কারখানা, কারসাজি, কারচুপি, কারবার কাজ
দর দরপত্তনী, দরপাট্টা, দরদালান মধ্য / অধীন
না নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক না
নিম নিমরাজি, নিমখুন আধা
ফি ফি-রোজ, ফি-হপ্তা, ফি-সন, ফি-মাস প্রতি
বদ বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম মন্দ
বে বেআদব, বেআক্কেল, বেকায়দা, বেতার, কেকার নেই
বর বরখাস্ত, বরদাশত, বরখেলাপ, বরবাদ বাইরে / মধ্যে
বমাল, বনাম, বকলম সহিত
কম কমজোর, কমবাখ্ত স্বল্প

(খ) আরবি উপর্সগ
উপসর্গ উদাহরণ অর্থ
আম আমদরবার, আমমোক্তার সাধারণ
খাস খাসমহল, খাসখবর, খাসকামরা, খাসদরবার বিশেষ
লা লাজবাব, লাওয়ারিশ, লাপাত্তা নেই
গর গরমিল, গরহাজির, গররাজি অভাব

(গ) ইংরেজি উপর্সগ
উপসর্গ উদাহরণ অর্থ
ফুল ফুলহাতা, ফুলশার্ট, ফুলবাবু, ফুলপ্যান্ট পূর্ণ
হাফ হাফহাতা, হাফটিকিট, হাফস্কুল, হাফপ্যান্ট আধা
হেড হেডমাস্টার, হেডঅফিস, হেডপণ্ডিত, হেডমৌলভি প্রধান
সাব সাব-অফিস, সাব-জজ, সাব-ইন্সপেক্টর অধীন

অনুশীলন

১। কোন শব্দ গঠনে বাংরা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) পরাকাষ্ঠ
(খ) অভিব্যক্তি
(গ) পরিশ্রান্ত
(ঘ) অনাবৃষ্টি

২। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
(ক) ১৯
(খ) ২০
(গ) ২১
(ঘ) ২২

৩। প্র, পরা, অপ-
(ক) বাংলা উপসর্গ
(খ) সংস্কৃত উপসর্গ
(গ) আরবি উপসর্গ
(ঘ) ফারসি উপসর্গ

৪। হিন্দি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
(ক) গরহাজির
(খ) আমমোক্তার
(গ) হররোজ
(ঘ) বাজে খরচ

৫। ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
(ক) নেতিবাচক
(খ) বিয়োগান্ত
(গ) অভাব
(ঘ) অজানা

৬। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গ বাংলা ভাষায় এসেছে-
(ক) আরবি থেকে
(খ) ফারসি থেকে
(গ) হিন্দি থেকে
(ঘ) উর্দু থেকে

৭। ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
(ক) বিপরীত
(খ) নিকৃষ্ট
(গ) বিকৃত
(ঘ) অভাব

৮। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
(ক) নিখুঁত
(খ) আনমনা
(গ) অবহেলা
(ঘ) নিমরাজি

৯। যেসব অর্থহীন শব্দাংশ শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তাদের বলে-
(ক) উপসর্গ
(খ) কারক
(গ) অনুসর্গ
(ঘ) প্রত্যয়

১০। ‘দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক।’ -এই বাক্যে উপসর্গের সংখ্যা কতটি?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৭টি

১১। সংস্কৃত উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
(ক) অপকার
(খ) বেয়াদব
(গ) সুনাম
(ঘ) পাতিলেবু

১২। খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
(ক) অনামুখো
(খ) অনুবাদ
(গ) প্রবেশ
(ঘ) অভিযান

১৩। ‘বেমালুম’ শব্দের ‘বে’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ফারসি
(খ) হিন্দি
(গ) আরবি
(ঘ) পর্তুগিজ

১৪। ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) নিকৃষ্ট
(খ) বিবৃত
(গ) বিপরীত
(ঘ) দুর্নাম

১৫। খাঁটি বাংলা উপসর্গযোগে কোন শব্দটি গঠিত-
(ক) প্রবাহ
(খ) অজপাড়াগাঁ
(গ) খয়ের খাঁ
(ঘ) বেয়াদব

১৬। কোনটি ইংরেজি উপসর্গ?
(ক) অব
(খ) সাব
(গ) আব
(ঘ) কার

১৭। ‘উনা ভাতে দুনা বল।’ -বাক্যের ‘উনা’ উপসর্গের অর্থ কী?
(ক) বেশি
(খ) কম
(গ) দ্বিগুণ
(ঘ) অর্ধেক

১৮। কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
(ক) ইতিহাস
(খ) অনুবাদ
(গ) অভিযান
(ঘ) গরমিল

১৯। ‘অপমান’ ও ‘অপবাদ’ শব্দ দুটির ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) নিকৃষ্ট
(খ) প্রতিকূল
(গ) লজ্জা
(ঘ) বিপরীত

২০। ‘পাতিহাঁস’, ‘পাতিশিয়াল’, ‘পাতিলেবু’, ‘পাতিনেতা’ প্রভৃতি শব্দের ‘পাতি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) বৃহত্তর
(খ) ক্ষুদ্র
(গ) নিকৃষ্ট
(ঘ) কৃৎসিত

২১। কোনটি উপসর্গ নয়?
(ক) প্র
(খ) প্ররা
(গ) পরি
(ঘ) আমি

২২। ‘পরাজয়ের’-এ শব্দটিতে কোনটি উপসর্গ?
(ক) জয়
(খ) পরা
(গ) এর
(ঘ) জয়ের

২৩। ‘সমাভিব্যাহার’ শব্দে কতটি উপসর্গ আছে?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫

২৪। কোন শব্দে সংস্কৃত উপসর্গের ব্যবহার হয়েছে?
(ক) সুনজর
(খ) বিনামা
(গ) বিপক্ষ
(ঘ) নিলাজ

২৫। নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
(ক) লাখেরাজ
(খ) হরকিসিম
(গ) নিমরাজি
(ঘ) খাসমহল

২৬। কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে?
(ক) প্র, পরা, অজ, সা
(খ) নির, পরি, আন, সু
(গ) আ, নি, বি, সু
(ঘ) অতি, অপি, অনা, তা

২৭। কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত হয়েছে?
(ক) বিদেশ
(খ) সুখ্যাতি
(গ) অনাবৃষ্টি
(ঘ) হরেক

২৮। নিচের কোনটি বিদেশি উপসর্গ?
(ক) অ-ভাব
(খ) নি-র্দোষ
(গ) বি-রাগ
(ঘ) বে-সামাল

২৯। ‘অপ’ উপসর্গ ঘটিত কোন শব্দের অর্থ ইতিবাচক-
(ক) অপমান
(খ) অপসারণ
(গ) অপপ্রবেশ
(ঘ) অপরূপ

৩০। ‘ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া।’ -বাক্যে ‘আকাঁড়া’ শব্দে ‘আ’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) আনাড়ি
(খ) অভাব
(গ) নিকৃষ্ট
(ঘ) হ্যাঁ-বোধক

উত্তর :
১-(ঘ), ২-(গ), ৩-(খ), ৪-(গ), ৫-(গ), ৬-(ক), ৭-(ক), ৮-(ঘ), ৯-(ক), ১০-(খ), ১১-(ক), ১২-(ক), ১৩-(ক), ১৪-(ক), ১৫-(খ), ১৬-(খ), ১৭-(খ), ১৮-(ক), ১৯-(ক), ২০-(খ), ২১-(ঘ), ২২-(খ), ২৩-(গ), ২৪-(গ), ২৫-(গ), ২৬-(গ), ২৭-(ঘ), ২৮-(ঘ), ২৯-(ঘ), ৩০-(খ)

1 Comments

Post a Comment
Previous Post Next Post