সৌরবিদ্যুৎ
সৌর শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাই হচ্ছে সৌরবিদ্যুৎ। পৃথিবীর মূল শক্তির উৎস সূর্য। সেই সূর্যের আলোকে কাজে লাগিয়েই এখন বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ঘরের ছাদে একটি সোলার প্যানেল বসানোর মাধ্যমে একটি বাড়ির প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া সম্ভব। প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থায় লোডশেডিং এর হাত থেকে বাঁচতে হলে সৌরবিদ্যুৎ একটি স্থায়ী সমাধান। গ্রামের একটি বাড়িতে সৌরবিদ্যুৎ লাগাতে হলে প্রথমে হিসেব করে নিতে হবে যে, কতটুকু বিদ্যুৎ প্রয়োজন বা কী কী ব্যবহার করা হবে। সে অনুযায়ী সৌর বিদ্যুতের সরজ্জাম যোগাড় করে প্রক্রিয়াটি চালু করা হয়ে থাকে। একটি সৌরপ্যানেল, একটি ব্যাটারি, একটি চার্জ-কন্ট্রোলার, দুটি সিএফএল অথবা ল্যাডল্যাম্প হলেই ছোট একটি পরিবারে প্রয়োজনীয় সৌরবিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে গ্রাহক কতটুকু বিদ্যুৎ সরবরাহ করতে পারবে তা নির্ভর করবে সোলার প্যানেলের আয়তন ও ক্ষমতার উপর। সৌরবিদ্যুৎ শুধু ঘরবাড়িতে নয়, নানা ক্ষেত্রে এটি ব্যবহৃত হচ্ছে। রাস্তার পাশে বা বাড়ির ছাদে বিজ্ঞাপনের বড় বড় সাইনই আজকাল সৌরবিদ্যুৎ নির্ভর। মোবাইল ফোনের টাওয়ার চলছে সৌরবিদ্যুতে। এছাড়া ধানখেতে পানির পাম্পও চলছে সৌরবিদ্যুতের মাধ্যমে। আজকাল অনেকেই সৌরচালিত পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছেন এবং জাতীয় গ্রিডে সংযোগ করছেন উৎপাদিত বিদ্যুৎ। ফলে সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুতের চাহিদা অনেকখানি কমিয়ে আনা সম্ভব। তাই দেশের অগ্রগতিকে ত্বরানিত্ব করতে সৌরবিদ্যুতের বহুল ব্যবহার নিশ্চিত করতে হবে।