সাধারণ জ্ঞান : Edmund Spencer (এডমন্ড স্পেন্সার)

History 📡 Page Views
Published
26-Jun-2021 | 04:33 PM
Total View
737
Last Updated
10-Jun-2022 | 03:48 PM
Today View
0
The Elizabethan Period 
প্রধান সাহিত্যিক ও তাঁর কর্মের পরিচয় 

সাহিত্যিকের নাম : Edmund Spencer (এডমন্ড স্পেন্সার)

জীবন কথা : এলিজাবেথীয় যুগের রোমান্টিক স্বপ্ন কল্পনা ধ্যানের কবও এডমন্ড স্পেন্সার এর জন্ম ১৫৫২ সালের ১৩ জানুয়ারি লন্ডনে (মতান্তরে ১৫৫৩ সালে)। তিনি ১৫৯৯ সালের ১৩ জানুয়ারি অকালে মৃত্যুবরণ করেন। ওয়েস্টমিনিস্টারে তাঁর সমাধি স্তম্ভে খোদিত আছে— "Prince of Poets in his Time" Pseudonym - Immerito 

উপাধি / Title : তাঁর মৃত্যুর বহু বছর পরেও তার লেখা কবিতার ভাবধারা অন্যান্য কবিতার মধ্যে পাওয়া যায় বিধায় তাকে (কবিদের কবি /The poet of poets/ Poet's poet/ Prince of poet) বলা হয়। [বাংলায় কবি নির্মলেন্দু গুণকে কবিদের কবি বলা হয়।]

সাহিত্যকর্ম : তাঁর প্রথম কাব্য "The Shepherds Calendar" বা "রাখালিয়া বারমাস্যা" (১৫৭৯) স্যার ফিলিপ সিডনি কে উৎসর্গ করেন। এর মাধ্যমেই তিনি খ্যাতি লাভ করেন। তবে তিনি "The Faerie Queene" (১৫৯০) নামক মহাকাব্য (Epic) এর জন্য বেশি বিখ্যাত হয়ে ওঠেন। এছাড়া ১৫৯৬ সালে স্যার ফিলিপ সিডনির জীবন ও মৃত্যুকে নিয়ে একটি রূপকধর্মী কাব্য "Astrophel" —অ্যাসট্রোফেল" রচনা করেন। 

তাঁর যতোসব বিখ্যাত কাব্যগ্রন্থ : 
  • The Shepherds Calendar, 1579 — রাখালিয়া বারমাস্যা
  • The Faerie Queene (১ম ৩ খণ্ড), 1590 — দ্যা ফেয়ারি কুইন (পরী রানী)
  • Amoretti (সনেট),  1595 — এমোরিটি / Astrophel, 1596 —অ্যাসট্রোফেল
  • The Epithalamion, 1595 — দি ইপিথালামিয়ন / Grothalamion, 1596 — গ্রোথালামিয়ন
  • The Faerie Queene (২য় ৩ খণ্ড), 1596 — ফেয়ারি কুইন (পরী রানী)
  • Four Hymns, 1596 — ফোর হাইমস / The Ruins of time 
  • The Faerie Queene (২য় ২ সর্গ), 1609 — এটি কবির মৃত্যুর পর প্রকাশিত হয়। 

উপরে উল্লেখিত কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলো সহজে গল্পের আকারে মনে রাখার টেকনিক নিচে আলোচনা করা হল।

গল্প : কবি Spencer তার Shepherds Calendar এ Four Hymns (Amoretti, Astrophel, Epithalamion, Grothalamion) এর মাধ্যমে ৩ খণ্ডের Faerie Queene কাব্য রচনা করে The Ruins time ডেকে আনল। 

The Faerie Queene

কবি স্পেন্সারের শ্রেষ্ঠকাব্য এবং ইংরেজি সাহিত্যের অনবদ্য সৃষ্টি হলো "ফেয়ারি কুইন"। কমবেশি প্রায়ই এখান থেকে প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়। তাই নিম্নে সংক্ষিপ্ত আকারে এ নিয়ে আলোচনা করা হলো— 

মহাকাব্যটির ধরণ : তাঁর 'ফেয়ারি কুইন' কাব্যটি রূপকধর্মী (Allegory)।

কয়েকটি বিখ্যাত চরিত্র (Character) : 

কাল্পনিক চরিত্র চরিত্র / পরিচয়
আর্থার কেন্দ্রীয় চরিত্র / লর্ড লাইসিস্টারের প্রতীক
রাণী গ্লোরিয়ানা রাণী এলিজাবেথ
নাইট (বীর) রানীর পাত্র-মিত্রগণ / ১২ জন বীর
ডুয়েসা রোমান চার্চের প্রতীক
উণা ইংল্যান্ডের পরিশুদ্ধ চার্চ

মূল বিষয় : কাব্যটির বিষয়বস্তু হলো পরীদের দেশের রাণী গ্লোরিয়ানা বারদিন ব্যাপী একটি উৎসবের আয়োজন করেছিলেন। প্রত্যেক দিন একদল উৎপীড়িত মানুষ এসে রানীর কাছে দৈত্য কর্তৃক উৎপীড়নের অভিযোগ করে আর রানী প্রত্যেক দিন একদল নাইট (বীর) কে এই উৎপীড়ন বন্ধ করার জন্য পাঠিয়ে দেন। প্রত্যেকটি নাইটের দুঃসাহসিক অভিযাত্রাকে কেন্দ্র করে ১২ টি কাব্য রচনার ইচ্ছা ছিল কবি এডমন্ড স্পেন্সারের। কিন্তু তিনি তা করতে পারেন নি। যা পেরেছেন তার মধ্যে একটা কাহিনী-ঐক্য বিশেষভাবে রূপলাভ করেছে। কারণ যাকে কেন্দ্র করে এই ঐক্য গড়ে উঠেছে তিনি হলেন কাব্যটির মূল চরিত্র তথা আর্থার৷ 

অফ টপিক : Thomas Norton & Thomas Sackville (নরটন এন্ড স্যাকভিলি) এই দুইজন Collaborator সাহিত্য সহযোগি মিলে রচিত হয় First English Tragedy (বিয়োগান্ত নাটক) — "Gorboduc"। এই দুজনকে English tragedy —র Pioneers (পথিকৃৎ) বলা হয়।
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)