অনুচ্ছেদ : দ্য কনসার্ট ফর বাংলাদেশ

দ্য কনসার্ট ফর বাংলাদেশ


বাংলাদেশকে সহায়তা করার জন্যে মুক্তিযুদ্ধে ভারতীয় সেতারবাদক পন্ডিত রবিশংকর ও বিশ্ববিখ্যাত গিটারিস্ট - গায়ক জর্জ হ্যারিসনের আয়োজনে অনুষ্ঠিত সংগীতানুষ্ঠানই 'কনসার্ট ফর বাংলাদেশ' নামে পরিচিত। মুক্তিযুদ্ধের সময় প্রায় ১ কোটি মানুষ ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে। এদের বেশিরভাগই ছিল অসহায়। কেননা ১৯৭০ সালে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ফলে অধিকাংশ মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়েছিল। এই অসহায় মানুষের সহায়তা করার জন্য রবিশংকর বন্ধুপ্রতিম শিল্পী জর্জ হ্যারিসনের সাথে পরামর্শ করে একটি কনসার্টের আয়োজন করেন। রবিশংকরের অনুরোধে জর্জ হ্যারিসন তাঁর বিটলস ব্যান্ডের সদস্যসহ আরো অনেক শিল্পীদের নিয়ে এই কনসার্টের আয়োজন করেন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে কনসার্ট অনুষ্ঠিত হয়। রবিশংকর ও আলী আকবর খানের যন্ত্রসংগীত পরিবেশনের মাধ্যমে কনসার্ট শুরু হয়। এই অনুষ্ঠানে আরও যে সকল শিল্পী অংশগ্রহণ করেছিলেন তাঁরা হলেন - বব ডিলান, এরিক ক্লিপটন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, রিঙ্গো স্টার, ডন প্রিস্টন, ওস্তাদ আল্লারাখা, কমলা চক্রবর্তীসহ অনেকে। এই কনসার্টের মাধ্যমে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার অর্থ সংগৃহীত হয়। এ বিপুল পরিমাণ অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য ব্যয়ীত হয়। শুধু তাই নয়, সেই কনসার্টের প্রাপ্ত অর্থের পাশাপাশি ১৯৮৫ সাল পর্যন্ত কনসার্ট নিয়ে নির্মিত অ্যালবাম ও চলচ্চিত্র বিক্রি থেকে প্রাপ্ত অর্থও বাংলাদেশিদের সহায়তায় ব্যয় করা হয়। 'কনসার্ট ফর বাংলাদেশ' ছিল পৃথিবীর অন্যতম সফল একটি চ্যারিটি কনসার্ট। যুদ্ধবিদ্ধস্ত শরণার্থীদের মানবিক সাহায্যার্থে আয়োজিত এ কনসার্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে আছে।
Post a Comment (0)
Previous Post Next Post