মার্চের দিনগুলি

অনুচ্ছেদ : ক্রিকেট বিশ্বে বাংলাদেশ

ক্রিকেট বিশ্বে বাংলাদেশ


ক্রিকেট বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। বাংলাদেশের জনপ্রিয়তায় ঈর্ষণীয়। এর মূল কারণ বিশ্ব ক্রিকেট বাংলাদেশ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে নিজস্ব একটা স্থান করে নিয়েছে। বিশ্ব ক্রিকেট ভারতীয় উপমহাদেশের প্রাধান্য উল্লেখ করার মতো। বর্তমানে বাংলাদেশেও এ কাতারে যুক্ত হয়েছে। জনপ্রিয়তার বিচারে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এক নম্বর খেলা। বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকারপ খেলার সুযোগ পায়। প্রথম বিশ্বকাপেউ পাকিস্তানকে পরাজিত করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়। রাতারাতি পরিচিতি লাভ করে ক্রিকেট বিশ্বে। ২০০০ সালে আইসিসি টেস্ট স্ট্যাটাস প্রদান করল্ব দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। বিশ্বকাপ অংশগ্রহণের জন্য সহযোগী দেশগুলোকে নিয়ে আইসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহন করতে হয় না বাংলাদেশকে। ১৯৯৯ সালের পর থেকে বাংলাদেশ সরাসরি প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করে। তবে এখনো বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও প্রতিটি বিশ্বকাপেই অসাধারন ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছে। বিগত এক দশকের বাংলাদেশের ক্রিকেটে অভূতপূর্ব উন্নতি হয়েছে যা বিশ্বের ক্রিকেট অবাক বিস্ময়ে দেখেছে। ক্রিকেটের নতুন সংস্করণ টি টুয়েন্টিতেও বাংলাদেশ অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। বাংলাদেশের এই একটি মাত্র খেলায় আন্তর্জাতিক মান অর্জনে সমর্থ হয়েছে। আমরা আশাকরি অদূর ভবিষ্যত্বে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে মর্যাদাবান প্রতিযোগিতা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।
Post a Comment (0)
Previous Post Next Post