সাধারণ জ্ঞান : রোগ প্রতিরোধ ব্যবস্থা, চিকিৎসা বিজ্ঞান

History 📡 Page Views
Published
14-May-2021 | 02:44:00 PM
Total View
1.1K+
Last Updated
13-Nov-2021 | 08:23:35 AM
Today View
0
মানব দেহ
(Human Body)

↬ রোগ প্রতিরোধ ব্যবস্থা (Immune System)
↬ চিকিৎসা বিজ্ঞান (Medical Science)


মানবদেহে রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার জন্য কয় স্তরবিশিষ্ট প্রতিরক্ষা বিদ্যমান? — দ্বিস্বরবিশিষ্ট।

নাকের ভিতর অনেক ছোট ছোট লোম থাকে, যাদের বলে — সিলিয়া।

পিচ্ছিল মিউকাস নিঃসৃত হয় — মিউকাস মেমব্রেন থেকে।

মানবদেহের প্রাথমিক প্রতিরক্ষা স্তরগুলো হলো — ত্বক, মিউকাস মেমব্রেন, সিলিয়া, লালারস, পাকস্থলী রস, অশ্রু, মূত্র প্রবাহ ও নিউট্রোফিল ইত্যাদি।

চিকিৎসা বিজ্ঞানের জনক কে? — হিপোক্রেটিস।

হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির জনক কে? — স্যামুয়েল হ্যানিম্যান।

বিষধর সাপের কামড়ের ক্ষতস্থানে কয়টি দাঁতের চিহ্ন থাকে? — ২ টি।

প্রাচীন গ্রিসে ফিজিওথেরাপির সূচনা করেন কে? — হিপোক্রোটাস ম্যাসেজ এবং ম্যানুয়াল থেরাপি।

দুর্ঘটনা পতিত কোন ব্যক্তির ভাঙা হাত—পায়ের প্রাথমিক পরিচর্যা কি করার জন্য বিশেষজ্ঞরা উপদেশ দিয়ে থাকে? — ভাঙা স্থান কাঠ দিয়ে বেঁধে হাসপাতাল বা চিকিৎসকের নিকট পাঠানো।

আঘাত লেগে ফুলে যাওয়া স্থানে প্রাথমিক চিকিৎসা কী? — বরফ বা পরিস্কার ঠান্ডা পানি দেওয়া।

বিষধর সাপের কামড়ের ক্ষতস্থানে কি থাকে? — জিঙ্ক সালফাইড।

প্রাকৃতিক নিয়মে চিকিৎসা করাকে কী বলে? — ফিজিওথেরাপি।

আকুপাংচার হলো — চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি।

A ‘physician’ is a — A medical practitioner.

Osteology অর্থ — হাড় বিষয়ক চিকিৎসা।

A doctor who deals with the medical care of children is called a/ an — Pediatrician.

‘Pediatric’ relates to the treatment of — Children.

Surgeon এর পরিভাষা — শল্য চিকিৎসক।

টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে? — অঙ্কোলজি।

‘কার্ডিওলজি’ কোন রোগের সাথে সম্পৃক্ত? — হার্ট।

Substitution for a cardiologist will be — heart specialist.

A specialist in eye diseases is called — An ophthalmologist

The word ‘paranoid’ is connected with — psychology

What is the general tern for psychological treatment? — psychotherapy

বিজ্ঞানের শাখা আলোচ্য শাখা
Cardiology হৃদপিণ্ড বিষয়ক চিকিৎসা বিজ্ঞান
Osteology হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান
Ophthalmology চোখ বিষয়ক চিকিৎসা বিজ্ঞান
Oncology টিউমার বা ক্যান্সার বিষয়ক চিকিৎসা বিজ্ঞান
Paediatrics শিশুদের বিষয়ক চিকিৎসা বিজ্ঞান
Psychology মনোবিজ্ঞান। ‘অবসেশন’ শব্দটি এই শাখার সাথে সম্পর্কযুক্ত।
Neurology স্নায়ু সম্পর্কিত বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
Dermatology চর্ম বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
Radiology রঞ্জন রশ্মি সম্পর্কিত চিকিৎসা বিজ্ঞান
Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)